চ্যাম্পিয়ন্স লিগ

যারা সাহস দেখাতে পারবে তারাই জিতবে, বলছেন রিয়াল কোচ

Carlo Ancelotti

প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ার পর রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি দুই দলই আছে সমান পাল্লায়। এমনিতে তারকার বিচার আর দলীয় শক্তিতে কাউকেই পিছিয়ে রাখার উপায় নেই। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলেত্তি বলছেন, দুই দলের মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারে সাহস। যারা সাহস দেখাতে পারবে জিতবে তারাই।

বুধবার দিনগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে সিটির  মাঠে খেলবে রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগ নিয়ে আগাম কোন অনুমান করা যাচ্ছে না।

ম্যাচের আগের দিন ম্যানচেস্টারে পৌঁছে আনচেলেত্তি জানালেন, সবই সমান সমান। তবে আসল সময়ে সাহস রাখতে পারার উপর নির্ভর করছে বাকিটা,  'এরকম ম্যাচে আসল হচ্ছে সাহস। যদি ব্যক্তিগত দক্ষতা ও দলের মান বিচার করা হয় তাহলে আমরা দুই দলই সমানে সমান। কিন্তু তফাৎ করে দেবে সাহস।'

যেহেতু প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছে, দ্বিতীয় লেগেও তেমন ফল আসা অস্বাভাবিক না। নির্ধারিত সময়ে খেলার মীমাংসা না হলে ফাইনালে উঠার লড়াই যাবে টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই সময়টা নিয়ে আপাতত ভাবতে রাজী নন রিয়াল কোচ, তার আশা মূল সময়েই ম্যাচ বের করে নেবেন তারা,  'এটা (টাইব্রেকার) নিয়ে ভাবছি না। কারণ এখনি এটা নিয়ে ভালা ঠিক হবে না। এই ম্যাচটা পেনাল্টি শুটআউটে যেতেই পারে, আমরা তা নিয়ে ভাবছি না। আমরা মূল সময়েই ম্যাচটা জিতে নিতে চাই।'

Comments