রিয়ালের বিপক্ষে ৪ গোলে কাস্তেয়ানোসের যত কীর্তি
নিজেদের মাঠে জিরোনা বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদকে। স্প্যানিশ লা লিগার শিরোপাধারীদের বিপক্ষে তারা তুলে নিল স্মরণীয় জয়। আর্জেন্টাইন ফরোয়ার্ড ভ্যালেন্তিন কাস্তেয়ানোস একাই করলেন চার গোল।
গতকাল মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচে ৪-২ গোলে জিরোনার কাছে হেরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই প্রতিযোগিতায় দুই দলের সব মিলিয়ে ষষ্ঠ দেখায় এটি রিয়ালের তৃতীয় হার। তারা জিতেছে দুটি ম্যাচে। বাকিটি হয়েছে ড্র।
জিরোনার হয়ে বিরতির আগে-পরে দুটি করে গোল করেন ২৪ বছর বয়সী কাস্তেয়ানোস। রিয়ালের দুই গোলদাতা হলেন ভিনিসিয়ুস জুনিয়র ও লুকাস ভাজকেজ।
অবিশ্বাস্য পারফরম্যান্সে বেশ কিছু কীর্তি গড়েছেন কাস্তেয়ানোস। লা লিগায় একবিংশ শতাব্দীতে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করা প্রথম ফুটবলার তিনি। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে রিয়ালের বিপক্ষে কোনো ম্যাচে চারবার লক্ষ্যভেদের নজিরও গড়েছেন তিনি।
কাস্তেয়ানোসের আগে স্পেনের শীর্ষ লিগে রিয়ালের বিপক্ষে শেষবার কোনো খেলোয়াড় একাই চার গোল করেছিলেন ৭৬ বছর আগে। ১৯৪৭ সালে রিয়াল ওভিয়েদোর এস্তেবান একাভারিয়া পেয়েছিলেন সেই অর্জন। কাস্তেয়ানোসের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ বছর পর একজন ফুটবলার রিয়ালের জালে একাই চারবার বল পাঠিয়েছেন। ২০১৩ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ এই কীর্তি দেখিয়েছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের রবার্ত লেভানদভস্কি।
জিরোনার কাছে হেরে রিয়ালের লা লিগার শিরোপা ধরে রাখার আশা প্রায় শেষ। আজ বুধবার রাতে রায়ো ভায়েকানোকে তাদের মাঠে হারাতে পারলে ১৪ পয়েন্ট এগিয়ে যাবে আসরের শীর্ষে থাকা বার্সেলোনা।
৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার অর্জন ৭৬ পয়েন্ট। রিয়ালের সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে জিরোনার অবস্থান নয়ে।
Comments