'বিশ্বকাপ জিতেছি বলেই যা ইচ্ছা তাই করতে পারি না'

বিশ্বকাপ জেতায় আত্মতৃপ্তি অনুভব করা খুবই স্বাভাবিক। সেকারণে নির্ভার হয়ে পড়তে পারেন ফুটবলাররা। এতে পারফরম্যান্সে পড়তে পারে নেতিবাচক প্রভাব। তাই লিওনেল স্কালোনি আগে থেকে সতর্ক বার্তা দিলেন শিষ্যদের। মাঠে প্রতিযোগিতামূলক মনোভাব বজায় রাখার চাহিদা জানালেন আর্জেন্টিনার কোচ।

গত বছরের ডিসেম্বরে স্কালোনির অধীনে কাতার বিশ্বকাপের শিরোপা জেতে লিওনেল মেসিবাহিনী। রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে আগের আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। এতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়। তৃতীয়বারের মতো আলবিসেলেস্তেরা উঁচিয়ে ধরে ফুটবলের মহাযজ্ঞের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।

ফুটবলের বিশ্বসেরা হওয়ার পর এখনও কোনো ম্যাচ খেলেনি আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে মেসিদের ফের মাঠে দেখার জন্য ভক্তদের সেই প্রতীক্ষা শেষ হচ্ছে শিগগিরই। নিজেদের মাটিতে পানামাকে মোকাবিলা করতে যাচ্ছে স্কালোনির শিষ্যরা। আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বুয়েনস এইরেসে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি।

৮০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার এল মনুমেন্তাল স্টেডিয়ামে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, এর মানে এই নয় যে আরও সাফল্য পাওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে। জিতেছি বলেই আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। খেলোয়াড়দের এগুলো বুঝতে হবে।'

তার মতে, বিশ্বকাপের শিরোপাধারী হওয়ায় মাঠে কোনো বাড়তি সুবিধা নেই আর্জেন্টিনার, 'সবার জন্য বার্তা হলো একটা নতুন প্রক্রিয়া শুরু হচ্ছে। মাঠই সবকিছু নিয়ন্ত্রণ করে, যারা বিশ্ব চ্যাম্পিয়ন সেখানে তাদের কোনো বাড়তি সুবিধা নেই। আমাদের কাজ করা চালিয়ে যেতে হবে।'

৪৪ বছর বয়সী স্কালোনি জাতীয় দলের জার্সিতে ফুটবলারদের সেরাটা নিংড়ে দেওয়ার বিকল্প দেখেন না, 'আর্জেন্টিনার জার্সিতে নিজের সেরাটা না দেওয়ার কোনো উপায় নেই, এটা আমাদের কাছে স্পষ্ট। পরবর্তীতে উদযাপন করতে পারাটা দারুণ। তার আগে মাঠে আমাদের দায়িত্বটা পালন করতে হবে।'

Comments

The Daily Star  | English
Protests disrupt city life in Dhaka

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago