ইলন মাস্কের টুইট, 'আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি'

পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে যাওয়ার কথা লিখেছেন। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি কেনার ব্যাপারে কোনো খুঁটিনাটি তথ্য দেননি যুক্তরাষ্ট্রের এই নাগরিক।

বুধবার বাংলাদেশ সময় ভোরে ৫১ বছর বয়সী মাস্ক টুইট করেছেন, 'আমি ম্যানচেস্টার ইউনাইটেডও কিনছি। আপনাদের ধন্যবাদ।'

মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান 'স্পেসএক্স'-এর প্রতিষ্ঠাতা মাস্কের টুইটারে অপ্রাসঙ্গিক লেখালেখির অনেক নজির রয়েছে। আমেরিকান বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি ইউনাইটেডের মালিকানা পেতে কোনো চুক্তির পরিকল্পনা করেছেন কিনা সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাবের একটি হলো ম্যান ইউনাইটেড। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে ভক্ত-সমর্থকরা মালিকানা পরিবর্তনের জোরালো দাবি তুলেছেন। বর্তমানে দলটির নিয়ন্ত্রণে আছে আমেরিকার গ্লেজার পরিবার।

টুইটারে ইউনাইটেডের স্বীকৃত পেজে ৩২ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে। মাস্ক টুইট করার মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষ তাতে লাইক দেন।

এমন সময়ে মাস্ক টুইট করেছেন, যখন ম্যান ইউনাইটেড রীতিমতো ধুঁকছে মাঠে। ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে তারা। সেটাও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ও ব্রেন্টফোর্ডের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছে। ২০ দলের পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান তাদের।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মিরর গত বছর জানিয়েছিল, তীব্র সমালোচনার মধ্যে গ্লেজার পরিবার ৪ বিলিয়ন পাউন্ড পেলে ইউনাইটেড বিক্রি করে দিতে রাজী। ২০০৫ সালে ৭৯০ মিলিয়ন ইউরো দিয়ে ক্লাবটি কিনেছিল তারা।

বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের চলতি বছরের র‍্যাঙ্কিং অনুসারে, পৃথিবীর তৃতীয় মূল্যবান ক্লাব হলো ম্যান ইউনাইটেড। তাদের মোট সম্পদের পরিমাণ ৪.৬ বিলিয়ন ডলার। তালিকায় রেড ডেভিলদের উপরে আছে কেবল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago