বেনজেমার নৈপুণ্যে উয়েফা সুপার কাপ রিয়ালের

গত মৌসুমটা ঠিক যেখানে শেষ করেছিল রিয়াল মাদ্রিদ, নতুন মৌসুমের শুরুটা ঠিক সেখান থেকেই শুরু করল তারা। আরও একটি শিরোপা জিতেছে দলটি। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিল কার্লো আনচেলত্তির দল। চলতি বছরে এটা তাদের চতুর্থ শিরোপা।
real madrid

গত মৌসুমটা ঠিক যেখানে শেষ করেছিল রিয়াল মাদ্রিদ, নতুন মৌসুমের শুরুটা ঠিক সেখান থেকেই শুরু করল তারা। আরও একটি শিরোপা জিতেছে দলটি। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিল কার্লো আনচেলত্তির দল। চলতি বছরে এটা তাদের চতুর্থ শিরোপা।

রোববার রাতে ফিনল্যান্ডের হেলসিংকিতে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। দলের হয়ে একটি করে গোল করেছেন দাভিদ আলাবা ও করিম বেনজেমা।

শুরুতে সুবিধা করতে না পারলেও ধীরে ধীরে গুছিয়ে নিয়ে ম্যাচে প্রত্যাশা অনুযায়ী প্রাধান্য বিস্তার করে খেলে রিয়াল। ৫৮ শতাংশ সময় বল পায়ে রেখে ১৩টি শট নেয় দলটি। যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৬টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে ফ্রাঙ্কফুর্ট।

এদিন ম্যাচের ৩৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দেন বেনজেমা। সেখান থেকে আরও একটি হেডে গোলমুখে বল রাখেন কাসেমিরো। ফাঁকায় বল পেয়ে সহজেই বল জালে পাঠান আলাবা।

এরপর ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। বাঁ প্রান্ত থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। ঝাঁপিয়ে হাত ছোঁয়াতে পারলেও শেষরক্ষা করতে পারেননি গোলরক্ষক ট্রাপ।

তবে গোল করার মতো প্রথম আক্রমণটা করে ফ্রাঙ্কফুর্টই। ১৪তম মিনিটে গোলরক্ষক থিবো কোর্তুয়াকে একা পেয়ে গিয়েছিলেন দাইচি কামাদা। তবে তার শট রুখে দেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে জয়ের নায়ক এ গোলরক্ষক।

১৭তম মিনিটে ভিনিসিয়ুসের শট ব্রাজিলিয়ান ডিফেন্ডার তুতা না ঠেকালে তখনই এগিয়ে যেতে পারতো রিয়াল। ৩৭তম মিনিটে ভিনিসিয়ুসের কোনাকুনি শট ঝাঁপিয়ে কোনোমতে রক্ষা করেন ট্রাপ।  ৪১তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন বেনজেমা। ফাঁকায় বল পেয়েও বাইরে মারেন।

৫৫তম মিনিটে ভিনিসিয়ুসের শট ঠেকান গোলরক্ষক। ছয় মিনিট পর কাসেমিরোর শট ক্রসবারে লেগে ফিরে আসে। বাকি সময়ে আরও বেশ কিছু আক্রমণ করে গোল না পেলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এদিন রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে যান বেনজেমা। ক্লাবের হয়ে ৩২৪টি গোল করেন তিনি। এতদিন ক্লাবের ৩২৩ গোল করে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন তারা। তার সামনে ৪৫০ গোল নিয়ে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো।

Comments

The Daily Star  | English

Ex-president Badruddoza Chowdhury passes away

He breathed his last at 3:15am today while undergoing treatment at the Uttara Women’s Medical College

2h ago