ট্রান্সফার লাইভ: ৬৩ মিলিয়ন পাউন্ডে চেলসিতে কুকুরেয়া
ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।
২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।
৬৩ মিলিয়ন পাউন্ডে চেলসিতে কুকুরেয়া
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তাকে কেনার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তিরা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ২৪ বছর বয়সী কুকুরেয়ার জন্য ব্লুজদের খরচ করতে হচ্ছে মোট ৬৩ মিলিয়ন পাউন্ড। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে ছয় বছরের জন্য।
বার্সেলোনাকে টেক্কা দিয়ে আজপিলিকুয়েতাকে ধরে রাখল চেলসি
দল-বদলের বাজারে ঘোর গোছাতে এবার যে খেলোয়াড়ের দিকে নজর দিয়েছে চেলসি, সেই খেলোয়াড়কেই যেন নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। ব্লুজদের ঘর ভাঙার ক্ষেত্রেই যেন নজর ছিল কাতালানদের। এবার অন্তত জয় হয়েছে চেলসির। গত মৌসুম থেকেই বার্সার রাডারে থাকা সিজার আজপিলিকুয়েতার সঙ্গে চুক্তি নবায়ন করেছে দলটি। ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, আরও দুই বছর চুক্তি করে ২০২৪ সাল পর্যন্ত স্টামফোর্ড ব্রিজে থাকছেন এ স্প্যানিশ ডিফেন্ডার।
১৫ মিলিয়ন ইউরোয় পিএসজিতে রেনেতো সানচেজ
রোমার কাছে ধারে জিয়ার্জিও ভাইনালদামকে ছেড়ে দিয়েছে পিএসজি। তার শূন্যতা পূরণে লিলের মিডফিল্ডার রেনেতো সানচেজকে নিশ্চিত করেছে দলটি। পাঁচ বছরের চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটিতে খেলবেন তিনি। দুই পক্ষের সমঝোতায় এক বছর মেয়াদ বাড়ানোরও সুযোগ রয়েছে। তাকে দলে পেতে ১৫ মিলিয়ন ইউরো খরচ হয়েছে ক্লাবটির। চলতি মৌসুমে এটা ক্লাবটির পঞ্চম স্বাক্ষর।
মেজর সকার লিগে যোগ দিলেন পুইজ
শেষ পর্যন্ত মেজর সকার লিগে যোগ দিলেন বার্সেলোনার রিকি পুইজ। এমএলএসের ক্লাব এলএ গ্যালাক্সির সঙ্গে মৌখিক একটা চুক্তি হয়ে ছিল তার। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। তিন বছরের জন্য এ ক্লাবে যোগ দিচ্ছেন তিনি। বার্সেলোনার সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল তার। তা সত্ত্বেও এ খেলোয়াড় ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিয়েছে বার্সা। তবে গ্যালাক্সি তাকে বিক্রি করে দিলে সেখান থেকে ৫০ শতাংশ অর্থ পাবে কাতালানরা।
Comments