ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও খেলবে না ভারত!

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কয়েকজন খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান। পরে ম্যাচটি পণ্ড হয়ে যায়। এবার সেমিফাইনালেও দুই দলের মুখোমুখি সূচি পড়েছে এবং আবারও ভারতীয়রা ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছেন।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে,  শিখর ধাওয়ান, ইরফান পাঠান, হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়না সহ আরও অনেকে পাকিস্তানের বিরুদ্ধে এই নকআউট ম্যাচটি খেলতে তাদের অনিচ্ছা প্রকাশ করেছেন। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ঘটনার কথা উল্লেখ করে পাকিস্তানের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছিলেন তারা।

সাবেকদের সৌখিন আসরে ম্যাচ বর্জন করলেও আসন্ন এশিয়া কাপে ভারত ও পাকিস্তান আগামী ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে। এই ম্যাচটি বর্জনের কোন কথা শোনা যায়নি। এদিকে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন, খেলা বন্ধ হওয়া উচিত নয়।

গ্রুপ পর্বের ম্যাচ ভারতীয়রা বর্জন করায়  আয়োজকরা পরে ম্যাচটি বাতিল করে। খেলোয়াড়দের 'অনিচ্ছাকৃতভাবে অস্বস্তি' সৃষ্টি করার জন্য ভারতীয় ইউনিটের কাছে ক্ষমা চেয়েছিল তারা।

বৃহস্পতিবার এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন দলটি লিগ পর্বে পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে টেবিলের শীর্ষে থেকে নকআউটে খেলার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে, ভারত গ্রুপ পর্বে চতুর্থ স্থানে ছিল এবং মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সকে ১৩.২ ওভারেই লক্ষ্য তাড়া করে একটি দাপুটে জয়ের পরই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।

ভারতীয়দের না খেলার ঘোষণায় এবার সেমিফাইনাল ম্যাচটির কী হবে তা নিয়ে কিছু জানায়নি আয়োজকরা। এর আগে, লীগের অন্যতম শীর্ষ স্পনসর ইজিমাইট্রিপ ঘোষণা করেছিল তাদের কোম্পানি ভারত ও পাকিস্তানের মধ্যে সেমিফাইনালের সঙ্গে যুক্ত থাকবে না। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই সিদ্ধান্তটি জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে জানিয়ে কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি বলেন, 'সন্ত্রাসবাদ এবং ক্রিকেট এক সঙ্গে চলতে পারে না।'

পিট্টি তার 'এক্স' হ্যান্ডেলে লিখেছেন, 'আমরা টিম ইন্ডিয়া ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সাধুবাদ জানাই, আপনারা জাতিকে গর্বিত করেছেন। তবে, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সেমিফাইনাল শুধু আরেকটি খেলা নয়। সন্ত্রাসবাদ এবং ক্রিকেট এক সঙ্গে চলতে পারে না।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago