শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন স্টোকস

ছবি: এএফপি

ম্যানচেস্টারে দাপট দেখিয়েও জিততে না পারা ইংল্যান্ড শেষ টেস্টের আগে খেল বড় ধাক্কা। কাঁধের চোটের কারণে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস। এছাড়া গতিময় পেসার জোফরা আর্চারকে বিশ্রাম দিয়েছে তারা।

ম্যানচেস্টারে ড্র হওয়া চতুর্থ টেস্টে স্টোকস সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। বুধবার এক বিবৃতিতে ইসিবি বলেছে, 'অধিনায়ক বেন স্টোকস ডান কাঁধের চোটের কারণে খেলতে পারবেন না।'

তার অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওলি পোপ।  লর্ডস এবং ওল্ড ট্রাফোর্ডে পরপর দুই টেস্ট খেলার কারণে ইংল্যান্ড আর্চারকেও বিশ্রাম দিয়েছে। চোটপ্রবণ এই পেসারের এটি চার বছরের মধ্যে প্রথম টেস্ট সিরিজ।

ওভালে শেষ টেস্টের একাদশ থেকে পেসার ব্রাইডন কার্স এবং স্পিনার লিয়াম ডসনকে বাদ দেওয়া হয়েছে।  একাদশে ফিরেছেন গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন এবং জশ টাং।

ব্যাটিং অর্ডারে ছয় নম্বরে স্টোকসের বদলি হিসেবে জ্যাকব বেথেলকে দলে ফিরিয়ে আনা হয়েছে। ওভালে আগামীকাল থেকে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB said the 10 percent policy rate would remain in place for the July-December period

1h ago