ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের 'জয়ের সমান ড্র'

প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থাকা দলটিই শেষ দিনে পুরোপুরি পাল্টে দিল দৃশ্যপট। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ড্র করে সিরিজ বাঁচিয়ে নিল ভারত, আর সেই ড্রকে দেশজুড়ে বলা হচ্ছে 'জয়ের মতো ড্র'। এই লড়াকু মানসিকতায় সিরিজ এখন ২-১, ফলে ওভালে শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টে নির্ধারিত হবে ট্রফির ভাগ্য।
অথচ শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটা ছিল ভয়ানক, প্রথম দুই উইকেট পড়ে শূন্য রানে। কিন্তু সেখান থেকে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছেন শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও লোকেশ রাহুল।
রোববার, টেস্টের শেষ দিনে অপরাজিত সেঞ্চুরি হাঁকান জাদেজা ও ওয়াশিংটন, আর অধিনায়ক গিল তার অধিনায়ক হিসেবে চতুর্থ সেঞ্চুরিও তুলে নেন সিরিজে। রাহুল অবশ্য সেঞ্চুরির কাছে গিয়েও পারেননি। তবে ৯০ রানের মূল্যবান ইনিংস দলের আত্মবিশ্বাস বাড়ায়।
আর প্রথমবারের মতো ভারতের টেস্ট অধিনায়কত্ব করতে এসেই ইতিহাস গড়েছেন শুবমান। সিরিজে এখন পর্যন্ত তার রান ৭২২, ইংল্যান্ডের বিপক্ষে এক সিরিজে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন যশস্বী জসওয়ালকে (২০২৩/২৪ সিরিজে ৭১২)।
তিনিই এখন ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কার-এর পর তৃতীয় অধিনায়ক, যিনি এক টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করলেন। এই কীর্তি নিয়ে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বললেন, 'শুবমানের প্রতিভা নিয়ে কেউই সন্দেহ করেনি। যারা করেছিলেন, তারা ক্রিকেট নিয়ে শুধু কথা বলতে জানে, বোঝে না। কেউ কেউ আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে গড়ে তুলতে সময় নেয়, আমাদের ড্রেসিং রুমে কিন্তু কেউই অবাক নয়।'
ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার এক্স (টুইটার)-এ লিখেছেন, 'ভারত-ইংল্যান্ড সিরিজ মানেই নাটকীয়তা। আর ওল্ড ট্র্যাফোর্ড এই সিরিজকে বাঁচিয়ে রাখার জন্য বিখ্যাত। দুর্দান্ত প্রত্যাবর্তন। গিল, জাদেজা, ওয়াশিংটন আর রাহুল দেখিয়েছে চরম মানসিক দৃঢ়তা ও লড়াইয়ের স্পিরিট।"'
রিশাভ পান্ত চোটের কারণে (পায়ের হাড় ভেঙেছে) পঞ্চম টেস্টে খেলতে পারবেন না। তার বদলি হিসেবে দলে যুক্ত হয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার নারায়ণ জগদীশান। তবে ওভালে গ্লাভস হাতে ধ্রুব জুরেল-কেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।
Comments