সেঞ্চুরি মিস করে বিরক্ত ক্রলি, ব্যথা নিয়েও দুর্দান্ত পান্ত

দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি দুইজনই গিয়েছিলেন সেঞ্চুরির কাছাকাছি। কিন্তু কেউ শেষ পর্যন্ত পারেননি তিন অঙ্ক স্পর্শ করতে। নিজের সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে বেশ বিরক্ত ক্রলি। অন্যদিকে চোট নিয়েও ব্যাটিং করে 'অবিশ্বাস্য' কিছু করে দেখালেন ভারতের সহ-অধিনায়ক রিশাভ পান্ত।

বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত এক ইনিংসে ৮৪ রান করে আউট হন ক্রলি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি সবসময় নিজের কাছ থেকে আরও বেশি চাই। আমি মনে করি আমি আরও ভালো পারফরম্যান্সের দাবিদার। আজ আউট হওয়ার পর আমি প্রচণ্ড বিরক্ত ছিলাম।'

পাঁচ শতকে থেমে থাকা এই ব্যাটারের গড় মাত্র ৩১.৪০। এরপরও তার ওপর আস্থা রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালাম, আর এই ইনিংসে কিছুটা হলেও সে আস্থার প্রতিদান দিলেন তিনি।

প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ডের শুরুটা ছিল দারুণ। ওপেনিংয়ে জ্যাক ক্রলি ও বেন ডাকেট মাত্র ৩২ ওভারে ১৬৬ রানের জুটি গড়েন। তবে দুজনের কেউই শতক ছুঁতে পারেননি। ডাকেট থেমেছেন ৯৪ রানে, আর ক্রলি ফিরেছেন ৮৪ রানে। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২২৫/২, পিছিয়ে ১৩৩ রানে।

এর আগে ব্যাট হাতে ভারতের হয়ে সাহসিকতার অনন্য উদাহরণ রেখেছেন পান্ত। আগের দিন ক্রিস ওকসের ইয়র্কারে রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। শোনা যায়, তার পা হয়তো ভেঙে গেছে।

তবে বৃহস্পতিবার সকল জল্পনা ছাপিয়ে তিনি আবার ব্যাট করতে নামেন। ব্যথায় প্রতিটি দৌড়ে লিম্প করতে করতে খেলেও তুলে নেন দারুণ এক ফিফটি (৫৪ রান)। তাকে বোল্ড করেন জোফরা আর্চার।

ভারতীয় অলরাউন্ডার শার্দুল ঠাকুর বলেন, 'এটা পান্তের আরেকটি অসাধারণ কাজ। তার ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক বেশি। সে যদি কষ্টে থাকে, তাহলে বুঝতে হবে ইনজুরিটা সত্যিই বড়।'

বর্তমানে পান্তের পরিবর্তে উইকেটকিপিং করছেন ধ্রুব জুরেল। যদিও ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে ইনজুরির বিস্তারিত কিছু জানানো হয়নি।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago