শাদাব-রউফ-নাসিমদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

ছবি: এএফপি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। বেশ কিছু বড় নাম অনুপস্থিত সেখানে। চোটের কারণে স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খান ও গতিময় পেসার হারিস রউফ সুযোগ পাননি।

মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে আছেন টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা দুজন। তারা হলেন ডানহাতি পেসার আহমেদ দানিয়াল ও বাঁহাতি পেসার সালমান মির্জা। বরাবরের মতো নেতৃত্ব থাকছে অলরাউন্ডার সালমান আলী আগার কাঁধে।

চোট থেকে সেরে উঠলেও দুই পেসার নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এখনও পুরো ফিট নন। তাই দলে তাদের ঠাঁই মেলেনি।

ডাক পাননি ডানহাতি ব্যাটার বাবর আজম, উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। গত মে-জুনে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সময়ও তারা ছিলেন না। ওই টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

গত মাসে প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এরপর আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হবে তারা। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:

সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।

Comments

The Daily Star  | English
consensus commission bicameral parliament proposal

Consensus commission: Talks stall over women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

5h ago