শাদাব-রউফ-নাসিমদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। বেশ কিছু বড় নাম অনুপস্থিত সেখানে। চোটের কারণে স্পিন বোলিং অলরাউন্ডার শাদাব খান ও গতিময় পেসার হারিস রউফ সুযোগ পাননি।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে আছেন টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা দুজন। তারা হলেন ডানহাতি পেসার আহমেদ দানিয়াল ও বাঁহাতি পেসার সালমান মির্জা। বরাবরের মতো নেতৃত্ব থাকছে অলরাউন্ডার সালমান আলী আগার কাঁধে।
চোট থেকে সেরে উঠলেও দুই পেসার নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এখনও পুরো ফিট নন। তাই দলে তাদের ঠাঁই মেলেনি।
ডাক পাননি ডানহাতি ব্যাটার বাবর আজম, উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। গত মে-জুনে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সময়ও তারা ছিলেন না। ওই টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
গত মাসে প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এরপর আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হবে তারা। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।
Comments