অগাস্টে না এলে ভারতীয় দল বাংলাদেশ সফরে আর কবে আসবে?

সফরের চূড়ান্ত সূচি প্রকাশিত হয়ে গেছে দুই মাস আগে। ১৩ অগাস্ট ঢাকায় পা রাখার কথা ভারতীয় ক্রিকেট দলের। ৩১ অগাস্ট পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে খেলার কথা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। তবে ভারতীয় দলের বাংলাদেশ সফর আচমকাই অনিশ্চিত। অগাস্টে না এলে সিরিজটি এই বছরে হওয়ার আর সম্ভাবনা নেই। এমনকি ২০২৬ সালেও সূচি জটে এই সিরিজের সময় বের করা কঠিন।

সচি অনুযায়ী, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ অগাস্ট প্রথম ওয়ানডে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর ৩১ অগাস্ট শেষ হওয়ার কথা সিরিজ। ১ সেপ্টেম্বর ভারতীয় দলের ঢাকা ত্যাগ করার কথা আছে।

কিন্তু এই সময়ে ভারত বাংলাদেশে দল পাঠাতে চাইছে না বলে খবর বের হয়। তারা সফরটি পিছিয়ে দিতে যায়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কথাতেও ইঙ্গিত মিলল সেই অনিশ্চয়তার, সোমবার  রাতে বোর্ড সভা থেকে বেরিয়ে তিনি বলেন, 'এটা (অগাস্টে) নির্ধারিত ছিল। তবে তাদের (ভারত) জাতীয় দল ছাড়া অন্যান্য দল নিয়ে কিছু কনসার্ন আছে। তাদের জাতীয় দল এখন ইংল্যান্ডে আছে। সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্তের অপেক্ষা করছে তারা। তাদের অনূর্ধ্ব-২৩ দল শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সেটাও স্থগিত হয়েছে। তবে আমাদের সঙ্গে যে পর্যায়ে আলোচনা হয়েছে, এখনও আমরা আশাবাদী।'

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। এই কারণে কি ভারত অগাস্টে আসতে চাইছে না, প্রশ্ন করা হলে এমন সম্ভাবনা উড়িয়ে দেননি আমিনুল, 'অগাস্ট বা সেপ্টেম্বর বলে কিছু নয়। আলোচনা চলছে কীভাবে সিরিজটা আমরা করতে পারি। যদি কোনো কারণে তারা এই মুহূর্তে (অগাস্টে) আসতে না পারে, কোনো কারণে... আলোচনা এখনও শেষ হয়ে যায়নি, তাহলে সম্ভাব্য পরবর্তী উইন্ডোতে হবে সিরিজটি।'

ভারতীয় গণমাধ্যমের খবর নিরাপত্তার বিষয়টিই বেশি ভাবছে বিসিসিআই। এজন্য সরকারের সবুজ সংকেত ছাড়া তারা কোন সিদ্ধান্ত নিতে চাইছে না। 

অগাস্টে ভারতীয় দল না এলে এই বছর আর সিরিজটির বাস্তবতা নেই। কারণ সেপ্টেম্বর মাসে এশিয়া কাপের জন্য উইন্ডো করে রাখা আছে। অক্টোবরে বাংলাদেশে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল, নভেম্বরে আসবে আয়ারল্যান্ড। ডিসেম্বর ও জানুয়ারিতে বিপিএলের জন্য উইন্ডো ফাঁকা রাখা হয়েছে। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ওই বিশ্বকাপের পর পরই পাকিস্তান দলের বাংলাদেশ সফর আছে, যেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচও আছে, এরপর নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। ২০২৬ সালের জুন মাসে অস্ট্রেলিয়া সফরের আগে মে মাসে বাংলাদেশের খেলা নেই। তবে ওই সময় আইপিএল নিয়ে ব্যস্ত থাকবেন ভারতের ক্রিকেটাররা। বছরের বাকি সময়টাতেও দুই দলের ঠাসা সূচি। অগাস্টে না হলে সিরিজটির ভবিষ্যৎ আসলে একদম অন্ধকারে। 

 

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

54m ago