অবশেষে বাংলাদেশের ভালো সেশন

কলম্বোয় প্রথম দুটি দিনই বেশ হতাশায় কেটেছে বাংলাদেশের। তবে দ্বিতীয় দিনে কিছুটা ঘুরে দাঁড়াতে পেরেছেন টাইগাররা। প্রথম ঘণ্টাতেই তিনটি উইকেট তুলে নেন তারা। এরপর পাল্টা প্রতিরোধ গড়েছিলেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। তবে কামিন্দুকে ফেরাতে পেরেছে দলটি। তাতে ভালো একটি সেশন কাটাতে পেরেছে সফরকারীরা।  

শুক্রবার সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৬ উইকেটে ৪০১ রান করেছে শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে এরমধ্যেই লিড দাঁড়িয়েছে ১৫৪ রানে। কুশল মেন্ডিস ৪২ ও অভিষিক্ত সোনাল দুনিশা ৮ রানে ব্যাটিং করছেন।

নতুন বল নেওয়ার অল্প সময়ের মধ্যেই সাফল্য পায় বাংলাদেশ। টাইগারদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে ওঠা পাথুম নিসাঙ্কাকে ফেরান তাইজুল ইসলাম। তাকে ক্রিজ ছেড়ে বেরিয়ে ড্রাইভ করতে গেলে শর্ট কভারে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ তুলে দেন নিসাঙ্কা। ২৫৪ বলে ১৯টি চারের সাহায্যে ১৫৮ রান করেন এই ওপেনার।

পরের ওভারে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল। মিডল স্টাম্পে রেখে ভেতরে ঢোকা ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়েছিলেন লঙ্কান অধিনায়ক। তবে ব্যাটে না লেগে প্যাডে লাগলে টাইগারদের জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিলেও কোনো লাভ হয়নি ধনাঞ্জয়ার। ১০ বলে ৭ রান করেন তিনি।

তবে নাইটওয়াচম্যান হিসেবে নামা প্রভাত জয়সুরিয়া টিকে ছিলেন। ৩৯ বল খেলার পর তাকে ফেরাতে পারেন নাহিদ রানা। বল হাতে নিয়ে জয়সুরিয়াকে তৃতীয় স্লিপে ক্যাচে পরিণত করেন এই পেসার। ১০ রান রান আসে জয়সুরিয়ার ব্যাট থেকে।

এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে দলের হাল ধরেন কুশল মেন্ডিস। ৪৯ রানের জুটিও গড়েন তারা। এরমধ্যে একশ ছাড়ায় লিড। মাঝে নাহিদের বলে কামিন্দু এক বাঁচেন বোল্ড হওয়া থেকে। ব‍্যাটার কানায় লেগে স্টাম্প ছুঁলেও বেল পরেনি! এরপর আক্রমণে ফিরে সেই কামিন্দুকে বোল্ড করে জুটি ভাঙেন নাঈম হাসান। ৪১ বলে ৩৩ রান করেন কামিন্দু।  

Comments

The Daily Star  | English

US tariff threatens booming synthetic shoe exports

The country’s growing non-leather footwear industry now faces a major setback as a steep new tariff from the United States threatens its growth

13h ago