মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন পুরান

nicholas pooran

বয়স মাত্র ২৯, বলতে গেলে এখনো গোটা ক্যারিয়ার পড়ে আছে। অথচ নিকোলাস পুরান কিনা এই বয়েসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে একদম অবসর নিয়ে নিলেন। বাঁহাতি বিস্ফোরক এই ব্যাটার স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অবসর ঘোষণা দেন পুরান,  'অনেক কিছু ভেবে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে খেলাটি ভালোবাসি তা অনেক কিছু দিয়েছে এবং দিতে থাকবে - আনন্দ, লক্ষ্য, অবিস্মরণীয় স্মৃতি এবং ওয়েস্ট ইন্ডিজের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ। " মেরুন জার্সি পরা, জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়ানো এবং মাঠে নামার সময় আমার যা কিছু ছিল তার সবকিছু উজাড় করে দেওয়া... আমার কাছে এর সত্যিকারের অর্থ কী তা ভাষায় প্রকাশ করা কঠিন।'

সাদা বলে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্বও দিয়েছেন পুরান, বিদায় বেলায় তাও স্মরণ করলেন তিনি, 'দলের অধিনায়কত্ব করা আমার জন্য এমন একটি বিশেষাধিকার যা আমি সর্বদা আমার হৃদয়ের কাছাকাছি রাখব।'

২০১৬ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন পুরান। ১০৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পুরান ১৩ ফিফটিতে ১৩৬.৩৯ স্ট্রাইকরেটে ২,২৭৫ রান সংগ্রহ করেছেন পুরান, যা ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ফরম্যাটের সর্বোচ্চ। ওয়ানডেতেও খারাপ ছিলেন না তিনি। ৬১ ম্যাচ খেলে ৩৯.৬৬ গড় ও ৯৯.১৫ স্ট্রাইকরেটে ১৯৮৩ রান আছে তার।

পুরান সর্বশেষ গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন, তার সর্বশেষ ওয়ানডেতে উপস্থিতি ছিল ২০২৩ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলা পুরান আইপিএলের পর আর ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরেননি।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে বলেছে, 'নিকোলাস আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যা তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে। মাঠে তার পারফরম্যান্স এবং দলের মধ্যে তার প্রভাব ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে একটি স্থায়ী প্রভাব ফেলেছে।'

Comments

The Daily Star  | English

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

Meanwhile, fresh series of explosions were reported in the Iranian capital Tehran, as per AFP journalist

1d ago