অনেক আগেই শেষ হলো বিসিবি-অ্যাডামসের চুক্তি

চুক্তির মেয়াদ ছিল দুই বছর। কিন্তু এক বছরের কিছু বেশি সময় পার হওয়ার পরই অ্যান্দ্রে অ্যাডামস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক ছিন্ন হলো। বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে বিদায় নিলেন তিনি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটারের সঙ্গে চুক্তির ইতি টেনেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

গত বছরের মার্চে দুই বছরের জন্য মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদ-হাসান মাহমুদদের বোলিং কোচ হিসেবে অ্যাডামসকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু মেয়াদ পূরণ হওয়ার অনেক আগেই ফিরে যাচ্ছেন তিনি। সবশেষ গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে কাজ করেছেন তিনি।

বিজ্ঞপ্তিতে অ্যাডামসকে শুভকামনা জানিয়েছে বিসিবি, 'গত এক বছরে আমাদের পেস আক্রমণের বিকাশে আন্দ্রে যে ভূমিকা পালন করেছেন, সেজন্য বোর্ড তার প্রশংসা করছে। আমরা তাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।'

আগের দিন জাতীয় দলের অনুশীলন শুরুর আগেই অবশ্য অ্যাডামসের বিদায় নেওয়ার খবর সাংবাদিকদের জানান বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম। ২৪ ঘণ্টার মধ্যে এসেছে আনুষ্ঠানিক বার্তা।

আপাতত কোনো বোলিং কোচ নেই বাংলাদেশের। বিসিবিও নতুন কাউকে দায়িত্ব দেওয়ার পথে সময় নিয়ে হাঁটতে চায়। রাবিদ আরও জানান, আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরে পেস বোলিং কোচ হিসেবে কাউকে নেওয়ার সম্ভাবনা নেই।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি সপ্তাহে আরব আমিরাতে যাবে বাংলাদেশ। শারজাহতে আগামী ১৭ ও ১৯ মে হবে ম্যাচগুলো। এরপর টাইগারদের পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কারণে তা নিয়ে চলছে অনিশ্চয়তা।

Comments

The Daily Star  | English

BB keeps policy rate unchanged 

BB has kept its policy rate unchanged for the second half of this year

12m ago