সিরিজ সেরা হয়ে দুইজন মানুষকে ধন্যবাদ দিতে চান মিরাজ

mehidy hasan miraz

সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ তিন উইকেটে হেরেছে, তবে মেহেদী হাসান মিরাজ ১০ উইকেট নিয়ে চালিয়েছিলেন প্রবল চেষ্টা। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে শুধু বোলিং নয়, ব্যাটিংয়ে তিনি উজ্জ্বল। পাঁচ উইকেটের সঙ্গে পেয়েছেন সেঞ্চুরি। তার নৈপুণ্যে দলও পেয়েছে বিশাল জয়। অনুমিতভাবেই ম্যাচ সেরা ও সিরিজ সেরে হয়েছেন এই অলরাউন্ডার। এমন অর্জনের পর দুইজন মানুষের কথা আলাদা করে বলেছেন তিনি।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় দিনেই হয়েছে মিরাজের ঝলকে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সকালের দিকে টেল এন্ডারদের নিয়ে তিনি যোগ করেন ১৫৩ রান। খেলেন ১০৬ রানের ইনিংস। টেস্ট ক্রিকেটে যা তার দ্বিতীয় সেঞ্চুরি।

সেঞ্চুরির পরই বল করতে নেমে বল হাতে নিয়ে ৩২ রানে পেয়েছেন ৫ উইকেট, তার ঘূর্ণিতে ১১১ রানে গুটিয়ে ইনিংস ও ১০৬ রানে জিতেছে বাংলাদেশ। সিলেটে হারের ধাক্কার পর চট্টগ্রামে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে বিব্রতকর পরিস্থিতি এড়াতে পেরেছে স্বাগতিকরা।

ম্যাচ শেষে এই তৃপ্তির কথা জানানোর পর নিজের সাফল্যের পেছনে দুজন মানুষের অবদান আলাদা করে স্মরণ করেন তিনি, 'আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে প্রথম ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করেছে দল এটা খুবই দরকার ছিল। সবাই ভেবেছিল, আমরা ভালো করব। দুইটা মানুষকে ধন্যবাদ দিতে চাই। আমাদের যে কোচ আছেন বাবুল স্যার (মিজানুর রহমান) তাকে অবশ্যই ধন্যবাদ দিতে চাইম একই সঙ্গে টিম ম্যানেজার যিনি আছেন নাফীস ইকবাল ভাই। তিনি আমাকে সবসময় বুস্ট আপ করেন। আজকে যখন ব্যাটিংয়ে যাচ্ছিলাম (তখনও বলেছেন) "মিরাজ তুই কিন্তু প্রপার ব্যাটার তোর কিন্তু ১০০ রান আছে" সবসময় উনি আমাকে বুস্ট আপ করে। মনের ভিতর থেকে দুইজন মানুষকে ধন্যবাদ দিতে চাই।'

 

Comments

The Daily Star  | English

World press freedom day: 266 journalists face criminal cases so far

Fears for physical safety and instances of judicial harassment are still profoundly visible -- only the actors have changed.

10h ago