মেজাজ হারিয়ে গ্যালারিতে উঠে গেলেন মাহমুদউল্লাহ

যদিও মোহামেডান পরিষ্কার দুই পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিল তবুও হেড টু হেডে এগিয়ে থাকায় আবাহনীর বিপক্ষে ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। আর সেই ফাইনাল হেরে নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে দর্শকদের প্রতিক্রিয়ার জবাব দিতে গ্যালারিতে উঠে গিয়েছিলেন তিনি।

দেড় দশকেরও বেশি সময় হতে চলেছে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি মোহামেডান। এ সময়ের মাঝে এই আসর পায় লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা। দীর্ঘ সময় পর এবার শিরোপার খুব কাছাকাছি গিয়েছিল দলটি। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছে হেরে শিরোপা অধরাই থাকে তাদের।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে ছয় উইকেটে হারিয়ে টানা তৃতীয় শিরোপা নিশ্চিত করে আবাহনী। আর অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে ম্যাচের শেষে। মেজাজ হারিয়ে দর্শকদের দিকে তেড়ে গিয়েছিলেন মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে হাত মেলান। এরপর মাহমুদউল্লাহ যখন ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন, জানা গেছে তখন মোহামেডান ড্রেসিংরুমের ওপরে থাকা গ্র্যান্ডস্ট্যান্ড (গ্যালারি) থেকে কেউ একজন তাকে কিছু বলেন। সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দেখান মাহমুদউল্লাহ এবং দর্শকসারির দিকে উঠতে থাকেন। তখনই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পড়ে ঘটনার ভিডিওতে দেখা যায়, মাহমুদউল্লাহকে মোহামেডানের কর্মকর্তারা দর্শকসারিতে আটকে রেখে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। এবং পরে তাকে সেখান থেকে নামিয়ে আনেন তারা।

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

46m ago