জিম্বাবুয়ের বিপক্ষে প্রোপার উইকেটে খেলতে চায় বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে বাংলাদেশের বড় বড় জয়গুলো এসেছে স্পিন সহায়ক উইকেট তৈরি করে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় এমন উইকেটেই। তবে জিম্বাবুয়ের মতো কিছুটা শক্তির দলের বিপক্ষে জয় তুলে নিতে স্পিন সহায়ক উইকেট প্রয়োজন নেই বলেই মনে করেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ সিমন্স, 'আমাদের পরিকল্পনা আছে প্রোপার উইকেট প্রস্তুত করার। আমরা টেস্ট দলটাকে যেদিকে নিয়ে যেতে চাই, ওরকম খেলতে চাই।'

দেশের বাইরে খেলতে গেলে বরাবরই সমস্যায় পড়ে বাংলাদেশ, বিশেষ করে টেস্ট সংস্করণে। তাই ঘরের বাইরে সংগ্রাম থেকে মুক্ত হতেই প্রোপার উইকেটে খেলার তাগিদ দিচ্ছেন এই ক্যারিবিয়ান কোচ। এছাড়া জিম্বাবুয়েও আগের সেই শক্তিধর দল নয়।  

'আমরা একটা নির্দিষ্ট ওয়েতে খেলি, এজন্য আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরির দরকার নাই। প্রোপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করবো। স্পিন উইকেট বা পেস উইকেটের তৈরির দরকার নাই। আমরা ওখানে গিয়েছি  আজ, উইকেট শক্ত, ভালো মনে হচ্ছে; আমাদের দেখতে হবে কাল সকালে কেমন হয়,' বলেন সিমন্স।

আর দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট এই কোচ, 'প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিজ আমার মনে হয় স্বপ্নের মতো। আপনি যা চান, তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়। আমরা অনেক কাজ করতে পেরেছি এই অল্প সময়েই।'

জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে দুটি টেস্টেই প্রত্যাশিত জয় আসার কথা বাংলাদেশের। তবে কোচ অবশ্য এমন কিছু ভাবছেন না। একটি একটি করে ম্যাচ নিয়ে ভাবছেন বলেই জানান সিমন্স, 'আমি হোয়াইটওয়াশের ব্যাপারে জানি না। একবারে একটি পদক্ষেপ নেওয়ার পক্ষে আমি। এখানে প্রথম টেস্ট হবে। এটি জিতলে আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব, সিরিজ জেতার কথা আলোচনা করব।'

Comments