ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক নিয়ে অভিযোগ, ম্যাচ বর্জনের হুমকি

Partex Sporting club
ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগেও খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে অভিযোগ উঠেছে। প্রতিশ্রুত পারিশ্রমিক না পেয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্লাবের ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছেন। তারা বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচও বর্জনের হুমকি দিয়েছেন।

এবার প্রিমিয়ার লিগে সবগুলো ক্লাবই খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক বেশ কমিয়ে ধরে। গত বছরের তুলনায় অর্ধেকেরও কম পারশ্রমিকে খেলছেন বেশিরভাগ ক্রিকেটার। পারটেক্সের মতন ছোট দলের খেলোয়াড়দের পারিশ্রমিক নামমাত্র। সেটাও তারা পাচ্ছেন না বলে অভিযোগ।   

বুধবার মিরপুরে একাডেমি মাঠে ছিলো পারটেক্সের অনুশীলন। তবে তাতে অধিনায়ক আলাউদ্দিন বাবু, মুক্তার আলিসহ বেশ কয়েকজন ক্রিকেটার অংশ নেননি। এই ক্রিকেটাররা অনুশীলন বর্জন করে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, সিইও নিজামউদ্দিন চৌধুরী ও সিসিডিএম বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

পরে গণমাধ্যমের সামনে এসে মুক্তার বলেন তারা বৃহস্পতিবারের ম্যাচ বর্জন করতে চলেছেন,  'এটা আসলে একদিনের ঘটনা না, লম্বা সময় ধরে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে পেমেন্ট নেওয়ার জন্য। আমরা অনেক রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করছি ক্লাবের সঙ্গে, কোচের সঙ্গে। তারা আমাদের সহযোগিতা করছে না। এজন্য আমরা আজ অনুশীলন বয়কট করেছি, আমরা কাল ম্যাচও খেলব না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে। পারিশ্রমিক এবার আমাদের খুবই অল্প ধরা হয়েছে। সেটাও আমরা পাচ্ছি না। এজন্য আমরা ঠিক করেছি কাল আমরা ম্যাচ খেলব না।'

'সত্যি কথা বলতে এই দলের পারিশ্রমিক খুবই কম। খেলার জন্য খেলছি। একজনের এক লাখ, কারো দশ হাজার খুবই কম। ৪/৫ জনের পঞ্চাশ ভাগের মতন ক্লিয়ার হয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।'

মুক্তার জানান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দেখা করেছেন তারা। সিইওর সঙ্গে দেখা করতে চাইলেও তাকে তারা পাননি, 'আমরা ফাহিম (নাজমুল আবেদিন) স্যারের কাছে গিয়েছিলাম, সিইও বরাবর দিয়েছ, সিসিডিএম বরাবর চিঠি দিয়ে দিয়েছি। তারা বলেছেন আলাপ-আলোচনা করবেন বলেছেন।'

তবে ক্লাবটির কিছু ক্রিকেটারকে অনুশীলন করতেও দেখা যায়। এই ব্যাপারে মুক্তার বলেন ক্লাব কর্তারা তৃতীয় বিভাগ থেকে নতুন কিছু খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়ে খেলাতে চাইছেন।

এদিকে অভিযোগ অস্বীকার করেছেন পারটেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন ৬০ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়েছে। বাকিটাও দেয়া হবে।

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

54m ago