নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত হয়ে খেলতেও নামলেন নাসির 

nasir hossain
খেলায় ফিরলেন নাসির হোসেন

দুর্নীতির দায়ে প্রায় দেড় বছর সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার পর অবশেষে মুক্ত হয়েছেন নাসির হোসেন। জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় মুক্ত হয়েই খেলতে নেমেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। 

আবুধাবির টি-টেন লিগে গিয়ে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হন নাসির। ২০২৪ সালের জানুয়ারিতে তার রায় সে, যে নিষেধাজ্ঞা ধরা হয় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে। তাকে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা সহ দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ করেছিলো আইসিসি। অর্থাৎ দেড় বছর কোন ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেওয়ার অনুমোদন ছিলো না তার। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী নাসির তার সম্পূর্ণ নিষেধাজ্ঞা ভোগ করেছেন। ৭ এপ্রিল থেকেই তিনি ক্রিকেট খেলার জন্য আবার ছাড়পত্র পেয়েছেন। 

তিন সংস্করণে বাংলাদেশের হয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নাসির মুক্ত হয়েই সোমবার নামেন ঢাকা প্রিমিয়ার লিগে। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে বোলিং উদ্বোধন করেন নাসির। অফ স্পিনে ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে ১ উইকেট পান তিনি। 

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

45m ago