বাংলাদেশের ব্যর্থতার জন্য প্রস্তুতির ঘাটতির কথা বললেন সালাউদ্দিন

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আগে যথেষ্ট প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর মোটে পাঁচ দিনের প্রস্তুতি নিতে পারে টাইগাররা। টি-টোয়েন্টি সংস্করণের মেজাজ থেকে বেরিয়ে ওয়ানডে সংস্করণে মানিয়ে নেওয়ার জন্য যা যথেষ্ট নয় বলে মনে করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

দেশ ছাড়ার আগে প্রস্তুতির অভাবের কথা বলেছিলেন প্রধান কোচ ফিল সিমন্সও। শুরু থেকেই বাংলাদেশের প্রস্তুতি ঘাটতি নানা আলোচনা। তার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচে হেরেই আসর থেকে ছিটকে যায় দলটি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি এখন কেবল আনুষ্ঠানিকতার।

এবার বিপিএলের আসর শেষ হয় গত ৭ ফেব্রুয়ারি। পরদিন থেকে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প শুরু হলেও পুরো স্কোয়াডের সবাইকে একসঙ্গে পাওয়া যায় ১২ ফেব্রুয়ারি। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে বিপিএলে টানা খেলার ক্লান্তির বাড়তি ছুটিতে ছিলেন কয়েকজন। সবমিলিয়ে প্রায় আড়াই মাস টি-টোয়েন্টি মেজাজে থাকা বাংলাদেশ দল আসরের শুরু থেকেই ধুঁকেছে। বিদায়ও নিয়েছে সবার আগে।

এদিকে আগের দিন আবার বৃষ্টির কারণে অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ। তবে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। সেখানেই প্রস্তুতির ঘাটতির কথা উল্লেখ করে বলেন, 'এটা মেনে নিতে হবে যে এখন পর্যন্ত বড় কোনো আইসিসি ইভেন্টে আমরা পারফর্ম করতে পারিনি। তবে আমি খুব আশাবাদী, আমরা খুব তাড়াতাড়ি ভালো করতে পারব। সেটার জন্য শুধু ক্রিকেটার নয়, ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আমাদের পরিকল্পনার জায়গা... আপনি যদি দেখেন এই টুর্নামেন্ট খেলতে আসার আগে পাঁচটা দল যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছে।'

'পাকিস্তানে এসে যদি ত্রিদেশীয় সিরিজ খেলতাম, সেখানে প্রস্তুতির ব্যাপার আছে। ভারত আর ইংল্যান্ডও পঞ্চাশ ওভারের প্রস্তুতি নিয়েছে। আমরা কিন্তু সেই প্রস্তুতি নিতে পারিনি। একটা বিপিএল খেলার দুদিন পরই আমাদের উড়াল দিতে হয়েছে। তাই প্রস্তুতি একটা বড় ব্যাপার,' যোগ করেন এই কোচ।

সার্বিক পরিকল্পনা সাজিয়ে প্রস্তুতি নিলে দলের জন্য ভালো হবে বলে জানান তিনি, '(প্রস্তুতির) সেই পরিকল্পনা আপনি কীভাবে করবেন, এটার জন্য শুধু ক্রিকেটার নয়, আমরা যারা ম্যানেজমেন্টে আছি, যারা বোর্ডে আছে, সবাইকে চিন্তা করতে হবে। পরবর্তী টুর্নামেন্টে কীভাবে খেলতে চাই, কীভাবে প্রস্তুতি নিতে হবে... সবকিছুর সমন্বয়ে পারফরম্যান্স আসতে পারে। হুট করে বলে দিলে পারফরম্যান্স চলে আসবে, তা কিন্তু নয়। সব কিছু নিয়ে গুছিয়ে পরিকল্পনা করে যদি এগোতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।'

টুর্নামেন্টের আগে পাকিস্তানে কোনো সিরিজ খেলতে পারলে ভালো হতো বলে জানান সালাউদ্দিন, 'সবকিছুই পরিকল্পনার বিষয়। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড যে ত্রিদেশীয় সিরিজ খেলেছে, সেটা তো পাঁচ দিন আগে ঠিক করেনি। নিশ্চয়ই এক বছর আগে ঠিক করেছে। যেহেতু একটা বড় টুর্নামেন্ট খেলবে, এর আগে হোম গ্রাউন্ডে তারা যদি তিনটা ম্যাচ খেলতে পারে, এর চেয়ে বড় প্রস্তুতি তো কিছু হতে পারে না।'

'আমাদের এই প্রস্তুতির ঘাটতির জন্য আসলে... দায়ী করলে তো দুনিয়ার সবাইকে দায়ী করা যায়। ম্যানেজমেন্টে যারা থাকি, আমাদের কাজ এই প্রস্তুতিটা যেন আদায় করে নিতে পারি। হয়তো আমরা পরিকল্পনা করি কিন্তু সেটা আদায় করতে পারি না। ম্যানেজমেন্ট দিকে যারা আছে, তাদেরও কিন্তু এটা বোঝাতে হবে যে আমাদের এই ধরনের প্রস্তুতি নিতে হবে,' বলেন সালাউদ্দিন।

দেশেও পর্যাপ্ত প্রস্তুতি নিতে বিপিএল আগে শেষ করা জেতে পারতো বলে মনে করেন তিনি, 'বিপিএল যদি আরও ১৫ দিন আগে শেষ হতো... ইচ্ছা করলেই শেষ করা যেত, তাহলে হয়তো প্রস্তুতি নেওয়ার মতো আরেকটু সুযোগ থাকত। সবকিছুই আসলে আরেকটু পরিকল্পনা করে... যা হওয়ার হয়ে গেছে। পরবর্তীতে যেন আরও ভালো করতে পারি, যারাই থাকুক, কীভাবে আমরা আরও সামনে এগোতে পারি, সেটা আসলে বাস্তবায়ন করতে হবে।'

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

4h ago