আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ: রিজওয়ান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয় মহা গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানের। সেখানে লড়াইটাও জমিয়ে করতে পারেনি দলটি। তাতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন এক প্রকার শেষ হয়ে গেছে বলেই স্বীকারোক্তি দিলেন দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

মূলত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি এখন কেবল টিকে আছে যদি-কিন্তুর সমীকরণে। যদি নিউজিল্যান্ড শেষ দুটি ম্যাচ হারে, কিন্তু বাংলাদেশের বিপক্ষে আবার জিততেই হবে তাদের। সেখানেও আবার রান রেট রাখবে ভূমিকা। তবে নিউজিল্যান্ডের একটি জয়ই শেষ হয়ে যাবে তাদের সব স্বপ্ন।

আর এই বিষয়গুলো মোটেও ভালো লাগছে না পাকিস্তান অধিনায়কের, 'হ্যাঁ, আমি বলব (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) আমাদের যাত্রা শেষ, এটাই সত্য। আমাদের পরবর্তী ম্যাচ, বাংলাদেশ কী করে নিউজিল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ড কী করে ভারতের বিপক্ষে—সব কিছু অন্যদের ওপর নির্ভর করছে। একজন অধিনায়ক হিসেবে এটি আমার ভালো লাগছে না।'

'যদি আমাদের নিজেদের হাতে কিছু থাকত, তাহলে ব্যাপারটা ভিন্ন হতো। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হারের দায় আমরা নিচ্ছি, কিন্তু অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে বসে থাকতে চাই না,' যোগ করেন রিজওয়ান।

হতাশাজনক ব্যাটিংয়ে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্যে ছুঁড়ে দিতে পারেনি পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয়। সৌদ শাকিল ও রিজওয়ানের ১০৪ রানের জুটি ছাড়া বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি। তারপরও বোলিং-ফিল্ডিংয়ে ভালো কিছু হলে সম্ভাবনা থাকতো। ধীরগতির উইকেটে যেখানে রান করা কঠিন ছিল, সেখানে কোহলির ইনিংসই পার্থক্য গড়ে দেয়।

তিন বিভাগেই নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে অধিনায়ক বলেন, 'আমরা হতাশ, কারণ হার মানেই কঠিন দিন, কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া। আবরারের বোলিং ছিল ইতিবাচক, কিন্তু আমরা তিন বিভাগেই ভুল করেছি।'

মিডল-অর্ডারের ব্যর্থতা নিয়ে রিজওয়ান বলেন, 'আমাদের মিডল-অর্ডার এর আগেও পারফর্ম করেছে, আর ২৭০-২৮০ রান হলে ভালো হতো। আমি ইনিংস গড়তে চেয়েছিলাম, সময় নিয়েছি, কিন্তু পরে উইকেট হারিয়ে ফেলেছি, শট নির্বাচনও ভালো ছিল না। ফলস্বরূপ, আমাদের মিডল-অর্ডার ভেঙে পড়ে।'

'সত্যি বলতে, আমরা সেই একই ভুল করছি, যা গত তিন-চার ম্যাচ ধরে করে আসছি। আমরা কাজ করছি, কিন্তু আমরা মানুষ, ত্রুটি থাকবেই। ভারত আমাদের চেয়ে কঠোর পরিশ্রম করেছে এবং সাহসী ক্রিকেট খেলেছে। আমরা সেই সাহস দেখাতে পারিনি, যার কারণে মাঠেও পিছিয়ে পড়েছি,' যোগ করেন তিনি।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী পাকিস্তান।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago