পাকিস্তানিদের দৃষ্টি এখন বাংলাদেশে

'এ' গ্রুপে টানা দুই জয় সেমি-ফাইনালের পথ প্রায় পরিষ্কার করে ফেলেছে ভারত। তবে তাদের সঙ্গী হওয়ার পথে এখনও লড়াই চলছে। সেই লড়াইয়ে একটি জয় নিয়ে নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও আশায় আছে পাকিস্তান ও বাংলাদেশও। সব সমীকরণই নির্ভর করছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচের উপর।

মুলত 'এ' গ্রুপের লড়াইটা টিকে থাকবে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারাতে পারলেই। আর কিউইরা জিতলে সব উত্তেজনা শেষ। নিশ্চিত হয়ে যাবে তাদের সেমি-ফাইনাল। একই সঙ্গে ভারতেরও। তাতে বাংলাদেশ ও পাকিস্তানের শেষ ম্যাচটা হবে কেবলই আনুষ্ঠানিকতার।

তবে বাংলাদেশ জিতলে সম্ভাবনা টিকে থাকবে সব দলেরই। এরপর পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ জিতলে সেমি-ফাইনালে উঠতে পারে টাইগাররা। বড় ব্যবধানে জিততে পারলে অপর ম্যাচের দিকে খুব একটা তাকিয়েও থাকতে হবে না। তবে সেক্ষেত্রে ভারতকে হারাতে হবে নিউজিল্যান্ডকে।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের সঙ্গে যদি ভারতও তাদের বিপক্ষে জেতে, তাহলে টিকে থাকবে পাকিস্তানের আশাও। সেক্ষেত্রে বাংলাদেশকে কিছুটা বড় ব্যবধানে হারাতে পারলে পাকিস্তান সেমিতে উঠবে প্রথম দুই ম্যাচ হারার পরও। তাই আপাতত বাংলাদেশের দিকেই তাকিয়ে আছে স্বাগতিকরা। গ্যালারীতে আজ পূর্ণ সমর্থন ত্রহাকবে টাইগারদের জন্যই।

অন্যদিকে, বাংলাদেশ যদি শেষ দুই ম্যাচ জিতে এবং ভারতকে যদি কিউইরা হারায় তাহলে তৈরি হবে জটিল সমীকরণ। নিট রান রেটে এগিয়ে থাকা দুই দল যাবে সেমি-ফাইনালে। যেখানে বাদ পড়তে পারে প্রথম দুই ম্যাচে দারুণ জয় পাওয়া ভারত। অবশ্য তা এক অর্থে কঠিনই। কারণ রান রেটেও বেশ শক্ত অবস্থানে রয়েছে ব্লুজরা।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago