বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে অনুশীলন শুরু লিটনের

ছবি: এএফপি

দারুণ সম্ভাবনা থাকলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি লিটন কুমার দাস। ধারাবাহিকতার অভাব প্রচণ্ড। টানা ব্যর্থতায় তাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিতে পারেননি। ব্যাটিং সমস্যা সমাধানে তাই বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের অধীনে অনুশীলন শুরু করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

বর্তমানে আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অংকন ও শামীম হোসেনের সঙ্গে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে প্রধান কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন লিটন। ফর্মহীনতার কারণে জায়গা হারানো লিটন অবশ্য সদ্য সমাপ্ত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি শতক হাঁকিয়ে পুরনো ছন্দের ইঙ্গিত দিয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা না পেলেও নিজেকে প্রমাণ করতে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে সুযোগ পাচ্ছেন লিটন। কোচ সোহেল জানিয়েছেন, লিটনসহ অনুশীলনে থাকা ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত থাকার পাশাপাশি ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের জন্যও নিজেদের তৈরি করছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একসময় লিটনের নতুন বলে ব্যাটিং সমস্যার কথা বলেছিলেন। যেহেতু সবসময় ইনিংসের শুরুতেই ব্যাট করতে নামেন, তাই নতুন বলে নিজের ছন্দ ফিরে পেতে অনুশীলনে বিভিন্ন কৌশল নিয়ে কাজ করছেন তিনি।

কোচ সোহেল বলেন, 'আসলে আজকের অনুশীলন শুরুর আগেই লিটনের সঙ্গে এসব বিষয়ে কথা হয়েছে। আমরা তার সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি এবং কীভাবে ব্যাটিং আরও সহজ করা যায়, তা নিয়ে ভাবছি। সাম্প্রতিক সময়ে সে কিছুটা ধুঁকলেও আগে কিন্তু ভালোই ছিল। তাই কিছু জায়গায় সামান্য পরিবর্তন আনার প্রয়োজন মনে করেছি। এর পেছনে নানা কারণ থাকতে পারে, আমরা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি এবং সে অনুযায়ী কাজ করছি।'

শুধু মানসিকভাবে দৃঢ় থাকলেই হবে না, লিটনদের ব্যর্থতার কারণও খুঁজে বের করতে হবে বলে মনে করেন সোহেল, 'আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় পারফরম্যান্স একই রকম থাকবে না। উত্থান-পতন হবেই, এটিই বাস্তবতা। মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, যেন খারাপ সময়েও নিজেদের সামলাতে পারে। সবচেয়ে জরুরি বিষয় হলো, কেন ব্যর্থ হচ্ছে সেটা বের করা এবং সেই অনুযায়ী অনুশীলন করা, যাতে পরবর্তী ম্যাচে উন্নতি দেখা যায়।'

লিটনের মতো আফিফও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার অভাবে ভুগছেন এবং ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভালো করতে পারেননি। স্কিল ও ফিটনেস উন্নতির দিকেই মূলত জোর দেওয়া হচ্ছে বলে জানান সোহেল, 'শুধু লিটন নয়, এখানে যারা আছে, আমরা সবার সঙ্গে বসেছি। ব্যক্তিগতভাবে তারা কোন কোন ক্ষেত্রে উন্নতি করতে চায়, ব্যাটিং বা স্কিলের কোন দিকগুলো নিয়ে কাজ করতে চায়, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি। ফিটনেসও গুরুত্বপূর্ণ। সামনে প্রিমিয়ার লিগ আছে এবং সেখানে অনেকেই ভালো পারফর্ম করবে।'

'তবে আমাদের ভাবনা হলো, যারা জাতীয় দলের আশেপাশে রয়েছে, তারা যেন সবসময় আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত থাকতে পারে। লিগে তারা যে ম্যাচগুলো খেলবে, সেখানে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পের প্রভাব দেখা যাওয়া উচিত,' যোগ করেন সোহেল।

Comments

The Daily Star  | English

Trump gives Mexico 90-day tariff reprieve as deadline for higher duties looms

Approximately 85% of Mexican exports comply with the rules of origin outlined in the USMCA

29m ago