পিএসএলে করাচি কিংসে লিটন, লাহোরে রিশাদ
রোববার বিপিএলে রেকর্ডময় সেঞ্চুরি করার পরদিনই পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন লিটন দাস। তাকে নিয়েছে করাচি কিংস। লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
সোমবার পিএসএলের ড্রাফটে প্রথমে দল পান পেসার নাহিদ রানা। তাকে দলে নেয় পেশোওয়ার জালমি। পরে একে একে দল পান লিটন ও রিশাদ। নাহিদের মতন গোল্ড ক্যাটাগরিতে ছিলেন লিটন। যেখানে পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার।
রিশাদ ছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে, যেখানে পারিশ্রমিক ৮৫ হাজার মার্কিন ডলার। এই লেগ স্পিনিং অলরাউন্ডারকে দলে নেওয়ার কথা নিশ্চিত করে লাহোর কালান্দার্স।
বিপিএলে শুরুতে ছন্দে না থাকলেও সিলেট পর্বে রানে ফেরেন লিটন। এক ম্যাচে ৭৩ করার পরেরটিতে ৫৫ বলে খেলেন ১২৫ রানের ইনিংস। ১০ চার, ৯ ছক্কায় ওই ইনিংসে সেঞ্চুরিতে পৌঁছান ৪৪ বলে। বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
বিপিএলে সেঞ্চুরির দিনে দুপুরেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার খবর শুনেন লিটন। সন্ধ্যায় সেঞ্চুরিতে তুলেন আলোড়ন, এবার পিএসএলেও দল পেলেন তিনি।
রিশাদ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করে নজরে এসেছিলেন। এরপর থেকে সাদা পোশাকে বাংলাদেশ দলে নিয়মিত। কার্যকর লেগ স্পিনের সঙ্গে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন, সেই সঙ্গে দারুণ ফিল্ডিং দক্ষতায় কুড়ি ওভারের আদর্শ প্যাকেজ তিনি।
এবার পিএসএল শুরু হবে ৮ এপ্রিল, শেষ হবে ১৯ মে।
Comments