আবারও বিপিএলে টিকিট নিয়ে উত্তেজনা, ভাঙচুর-আগুন

Fan protest fire

বিপিএলের শুরুর দিনে টিকিট না পেয়ে বিসিবির প্রধান ফটক ভাঙচুর করেছিলেন এক দল সমর্থক। এবার সুইমিংপুল সংলগ্ন টিকিট বুথে একই কারণে ঘটল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। এতে কেউ হতাহত হননি। 

বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। সন্ধ্যায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। মূলত শক্তিশালী দুই দলের সন্ধ্যার ম্যাচ ঘিরেই মানুষের আগ্রহ বেশি।

BPL fan protest for Ticket

দিনের খেলা শুরুর আগে দুপুর ১২টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ৫ নম্বর গেট সংলগ্ন সুইমিংপুলের বুথে টিকিট না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন দর্শকরা। পরে তারা সেখানে শুরুতে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেন। আগুনে কিছু ব্যানার, প্ল্যাকার্ড পুড়ে যায়। বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়।

মিরপুর -১০ নম্বর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা-বাহিনীর সদস্যরা। দর্শকদের অভিযোগ বুথে টিকিট পাওয়া না গেলেও ব্ল্যাকারদের কাছ থেকে ২০০ টাকার টিকিট মিলছে ১ হাজার টাকায়। কেন এই অনিয়ম সেই প্রশ্ন তোলেন তারা। 

BPL fan protest for Ticket

এই ব্যাপারে যোগাযোগ করা হলেও বিসিবির কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি।  

এবার বিপিএলে শুরুর আগের দিনই টিকিট নিয়ে তৈরি হয় উত্তেজনা। বিসিবি আগেভাগে কোন তথ্য না দেওয়ায় বিক্ষোভ করেন মানুষ। শুরুতে পুরো টিকিট অনলাইনে দেওয়ার কথা থাকলেও সেই জায়গা থেকে সরে আসে তারা। ৩০ থেকে ৩৫ ভাগ টিকিট অনলাইনে বাকিটা মধুমতি ব্যাংকের শাখায় বিক্রির সিদ্ধান্ত হয়। তবে ম্যাচ ডেতে স্টেডিয়াম সংলগ্ন বুথে টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে সেটাও বদল হয়। এখন টিকিট পাওয়া যাবে শুধু মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা ও অনলাইনে। টিকিট নিয়ে এমন উত্তেজনা এই নিয়ে ঘটল তৃতীয়বার। 

Comments