বিপিএলের টিকেট না পেয়ে বিসিবির গেইটে দর্শকদের বিক্ষোভ

fans protest for ticket

এবার ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর বেশিরভাগ টিকেট অনলাইনে বিক্রি করার কথা বলা হলেও বাস্তবে তার প্রমাণ মিলছে না। অনলাইনের পাশাপাশে মাঠের পাশের বুথেও টিকেট না পেয়ে বিসিবির গেইটে বিক্ষোভ করেছেন দর্শকরা।

রোববার সকালে বিসিবির এক নম্বর গেইটের সামনে শতাধিক মানুষ টিকেট না পেয়ে গেইট ভাঙার চেষ্টা করেন। এ সময় তারা 'ভুয়া', 'ভুয়া' বলে স্লোগান দেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে ওই এলাকা থেকে সরিয়ে দেয়। 

বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম একাধিকবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বিপিএলের বেশিরভাগ টিকেট বিক্রি করা হবে অনলাইনে। একই কথা বলেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। গত ৩০ অক্টোবর বোর্ড সভায় বিপিএলের এগারতম আসরের টিকেট সম্পূর্ণ অনলাইনে ছাড়ার সিদ্ধান্ত হয়েছিলো। 

তবে বিসিবির টিকেটিং কমিটির সদস্য সৈয়দ আলি আসাফ দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বেশিরভাগ টিকেট আসলে অফলাইনেই থাকবে,  '৩০-৩৫% অনলাইনে থাকবে। কারণ অনলাইনে অভ্যস্ত হতে মানুষেরে এখনো সময় লাগবে।'

তিনি জানান, এবার বিপিএলের টিকেট বিক্রির সমস্ত দায়িত্ব মধুমতী ব্যাংককে দেওয়া হয়েছে। ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে টিকেট, 'মধুমতী ব্যাংক নির্ধারিত ব্রাঞ্চ থেকে, ব্যাংক বুথ করবে মাঠের কাছেও।'

তবে খেলার আগের দিন পর্যন্ত মধুমতী ব্যাংককে মাঠের কাছে কোন বুথ করতে দেখা যায়নি। আসাফ জানান শুরুর দিন বলেই একটু সমস্যা হচ্ছে,  'প্রথম দিন বলে একটু সমস্যা হচ্ছে। এটা দ্রুতই সুন্দর ব্যবস্থায় করে ফেলা হবে।'

এদিকে দর্শকদের বিক্ষোভের পর বিসিবি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছে মধুমতী ব্যাংকের মিরপুর ১১, ,মতিঝিল, উত্তরা জসিম উদ্দিন রোড, গুলশান ও ধানমন্ডি, কামরাঙ্গিরচর, ভিআইপি রোড শাখায় টিকেট পাওয়া যাবে। আজ বিকেল ৪টা থেকে ৬টা ও আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি স্টেডিয়ামের পাশের বুথ থেকে টিকেট পাওয়া যাবে। 

টিকেট পাওয়া যাবে www.gobcbticket.com.bd সাইটে। এই সাইটে গিয়ে পুরো তথ্য দিয়ে নিবন্ধন করে পরে টিকেট কাটার চেষ্টা করতে হবে। 

Comments

The Daily Star  | English

'We know how to fight through adversity': Women footballers eye world stage

Captain Afeida Khandakar, her voice steady with emotion, said: “This is a moment we will never forget."

3h ago