সাদা পোশাকে প্রথম সেঞ্চুরিতে ইতিহাসে জ্যোতি

Nigar Sultana Joty

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নাম লেখালেন ইতিহাসে। নারী ক্রিকেটে দীর্ঘ পরিসরের ক্রিকেটে এখন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি।

এবারই প্রথম শুরু হয়েছে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট। তাতে সোমবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে নারী বিসিএলে হয়েছে রেকর্ড।

তিন দিনের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের ইনিংস খেলেছেন জ্যোতি। ২৫৬ বলে ২০ চার, ২ ছক্কায় দেড়শো ছাড়ানো ইনিংস খেলে মধ্যাঞ্চল অধিনায়ক থাকেন অপরাজিত। জ্যোতি এখন নারী ক্রিকেটে প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান।

জ্যোতির সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের বিপক্ষে বড় লিড নিয়েছে মধ্যাঞ্চল। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা দেয় উত্তরাঞ্চল। দলটির হয়ে সেঞ্চুরির আভাস জাগিয়েছিলেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। ২৪৬ বলে তিনি করেন ৮৬ রান, ১২১ বলে ৫৭ করেন রিতু মনি। নাহিদা আক্তার ৪৮ রানে নেন ৭ উইকেট।

জবাবে দুই ওপেনার মুরশিদা খাতুন ৬৬ ও ফারজানা আক্তার লিসা ৬০ রান করলে ভালো শুরু পায় মধ্যাঞ্চল। সেই শুরু ধরে জ্যোতি খেলেন ১৫৩ রানের ইনিংস। তাতে ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা মধ্যাঞ্চল।

উত্তরাঞ্চলের হয়ে ১১৩ রানে ৬ উইকেট নেন জান্নাতুল ফেরদৌস সুমনা।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

1h ago