বুমরাহকে সামলাতে ম্যাকসুয়েনির বদলে কনস্টাসকে দলে নিল অস্ট্রেলিয়া
অনেক আলোচনার জন্ম দিয়ে অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ওপেনার হিসেবে অভিষেক হয়েছিল ন্যাথান ম্যাকসুয়েনির। কিন্তু তিন টেস্টে ব্যর্থতায় তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন অজি নির্বাচকরা। বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের বাকি ম্যাচগুলোতে ম্যাকসুয়েনিকে দলে রাখেনি অস্ট্রেলিয়া। জাসপ্রিট বুমরাহকে সামলাতে এবার তরুণ বিকল্পের দিকে হাঁটল তারা।
পার্থে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হওয়া ম্যাকসুয়েনি এ পর্যন্ত তিন টেস্টে ১০, ০, ৩৯, ১০*, ৯ এবং ৪ রান করেছেন। তার জায়গায় দলে এসেছেন ১৯ বছর বয়সী নিউ সাউথ ওয়েলস ওপেনার স্যাম কনস্টাস। সিরিজের আগে ডেভিড ওয়ার্নারের খালি জায়গা পূরণের জন্য কনস্টাসের নামও উঠে এসেছিল, কিন্তু ম্যানেজমেন্ট শুরুতে ম্যাকসুয়েনিকেই বেছে নিয়েছিল।
গত মাসে ভারত এ-র বিপক্ষে অপরাজিত ৭৩ রান এবং প্রধানমন্ত্রীর একাদশের পিঙ্ক-বল ওয়ার্ম-আপ ম্যাচে ১০৭ রান করে কনস্টাস দলে এসেছেন। এরপর এই মাসের শুরুতে নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডে ৮৮ রান করেন। মাত্র তিন দিন আগে সিডনী থান্ডারের হয়ে বিগ ব্যাশ লিগে ২৭ বলে করেছেন ৫৬ রান।
'স্যাম প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেল। তার ব্যাটিং স্টাইল একটি ভিন্নতা যোগ করবে এবং আমরা তার খেলার উন্নতি দেখতে আগ্রহী', তাকে দলে নিয়ে বলেন অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি।
একই সঙ্গে ম্যাকসুয়েনির প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি, 'আমরা বিশ্বাস করি ন্যাথানের ভবিষ্যতে টেস্ট লেভেলে সফল হওয়ার ক্ষমতা ও মানসিক শক্তি আছে। তাকে দল থেকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল। সিরিজ জুড়ে ওপেনিংয়ে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ ছিল এবং পরবর্তী দুই ম্যাচের জন্য আমরা ভিন্ন লাইনআপের বিকল্প রাখতে চাই।'
জস হ্যাজেললউড বাদ পড়ায় অস্ট্রেলিয়া দলে ফিরিয়ে নিয়েছে ফাস্ট বোলার শন অ্যাবট এবং বো বেবস্টারকে। দলে যোগ করেছে জাই রিচার্ডসনকেও, 'জশ হেজলউডের অনুপস্থিতিতে জাই ফাস্ট বোলিং বিভাগে আরও বিকল্প যোগ করবে। ঘরোয়া সিরিজের শুরুতে তার সফল রিটার্ন দেখে খুশি হয়েছি।'
Comments