আঙুলে পাঁচ সেলাই, তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন সৌম্য

SOUMYA Sarkar

স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন সৌম্য সরকার, তার আঙুলে পাঁচটি সেলাই দিতে হয়েছে। এই চোটের কারণে তৃতীয় টি-টোয়েন্টি তো বটেই আরও তিন সপ্তাহ খেলতে পারবেন না বাঁহাতি এই ওপেনার। 

ওয়েস্ট ইন্ডিজের ইংনিসের সপ্তম ওভারের ঘটনা। তানজিম হাসান সাকিবের তৃতীয় বলটি লেন্থ থেকে কিছুটা লাফিয়ে উঠলে লেট কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন রভম্যান পাওয়েল। সেই ক্যাচ নিতে গিয়ে ডানহাতের আঙুলে লাগিয়ে হাত ফসকান সৌম্য। ক্যাচ মিসের পাশাপাশি আঙুলে তীব্র ঘাতে ব্যথায় লুটিয়ে পড়েন তিনি। তখনই তাকে তুলে নেওয়ায় হয়। পরে দেখা যায় অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে।

বাংলাদেশ দলের ম্যানেজার নাফীস ইকবাল দ্য ডেইলি স্টারকে সৌম্যের আঙুলে পাঁচটি সেলাই লাগার কথা নিশ্চিত করেন। পরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সৌম্যের চোটের অবস্থায় জানায় বিসিবি। ফিজি বায়েজুল ইসলাম বলেন, 'সৌম্য ডান হাতের তর্জনি আঙুলে চোট পেয়েছে, তাকে পাঁচটি সেলাই দিতে হয়েছে। ম্যাচ শেষে এক্স-রে করার পর তার আঙুলের একটি জয়েন্টে নড়ে গেছে। এই চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগবে তার।'

স্বাভাবিকভাবেই তৃতীয় ম্যাচ তো বটেই আসন্ন বিপিএলের শুরুর দিকের কিছু খেলা মিস করবেন সৌম্য।  ছন্দে থাকা এই ব্যাটার প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ৩২ বলে ৪৩ রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য রান পানিনি। ১৮ বলে ১১ রান করে রান আউটে কাটা পড়েন তিনি।

সৌম্যের ইনজুরিতে পড়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ১২৯ রান করে স্বাগতিক দলকে ১০২ রানে আটকে ২৭ রানের জয় পেয়েছেন লিটন দাসরা।

Comments

The Daily Star  | English
Motorcycle sales in the last 6 years

Motorcycle sales hit five-year low

Interestingly, the premium motorcycle segment bucked the trend, showing significant growth in 2024.

12h ago