জাতীয় লিগ টি-টোয়েন্টি

দারুণ ইনিংসে রোমাঞ্চ জাগিয়েও আক্ষেপে পুড়লেন ফরহাদ রেজা

Farhad Reza

দলকে খাদের কিনার থেকে টেনে নায়ক হওয়ার খুব কাছে ছিলেন ফরহাদ রেজা। টেল এন্ডারদের নিয়ে অবিশ্বাস্য এক জয়ের কিনারে গিয়ে শেষ পর্যন্ত আক্ষেপে পুড়লেন তিনি। শেষ ওভারের রোমাঞ্চে ম্যাচ জিতে নিল ঢাকা মেট্রো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠের দ্বিতীয় ম্যাচে মেট্রো জিতেছে ৫ রানে। আগে ব্যাট করে ১৬২ রান করেছিলো মেট্রো। রান তাড়ায় এক পর্যায়ে ৮৬ রানে ৭ উইকেট হারিয়ে বড় হারের দিকেই ছিলো রাজশাহী বিভাগ। সেখান থেকে চার-ছক্কার ফোয়ারায় ম্যাচের ছবি বদলে দেন ফরহাদ।

অভিজ্ঞ এই অলরাউন্ডার শেষ ওভারে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৫ বলে ৭ চার, ৩ ছক্কায় করেন ৬০ রান। ফরহাদ ছাড়া তাদের ইনিংসে বলার মতন আর রান পেয়েছেন কেবল হাবিবুর রহমান সোহান, এই ওপেনার ২৩ বলে করেন ৩৩ রান।

শেষ ওভারে ম্যাচ জিততে ১০ রান দরকার ছিলো রাজশাহীর, হাতে ছিলো ২ উইকেট। প্রথম বলে সিঙ্গেল নিয়ে মোহর শেখ অন্তর স্ট্রাইক দেন ফরহাদকে। শহিদুলের পর পর দুই বল ডট খেলার পর ফরহাদ উড়িয়ে মারতে গিয়ে দেন ক্যাচ। আশাও মিইয়ে যায় রাজশাহীর। খানিক পর অন্তরও ক্যাচ দিলে শেষ হয়ে যায় ম্যাচ।

দুপুরে টস হেরে ব্যাট করতে নেমে নাঈম শেখের ২৩ বলে ৪৩, ইমরানুজ্জামানের ১২ বলে ২১ ও তাহজিবুল ইসলামের ১৮ বলে ৩১ রানে চ্যালেঞ্জিং পুঁজি পায় মেট্রো।

রান তাড়ায় গিয়ে হাবিবুর এক পাশে রান আনলেও আরেক পাশে দ্রুত ফেরেন সাব্বির হোসেন। তিনে নেমে তাকে সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক প্রিতম কুমার। হাবিবুর ৩১ করে বিদায় নিলে ৪৯ রানে রাজশাহী হারায় দ্বিতীয় উইকেট। এরপর ধস নামে রাজশাহীর ইনিংসে। সেই ধসে একশোর ভেতর গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিলো তারা। ফরহাদ ঘুরে দাঁড়িয়ে জমিয়ে দেন ম্যাচ।

ব্যাটিংয়ের মতন বল হাতেও ভালো (২০ রানে ১ উইকেট) করে হেরেও ম্যাচ সেরা হয়েছেন ফরহাদ।

বিকেলের আরেক ম্যাচে আউটার গ্রাউন্ডে আলোক স্বল্পতায় ডিএলএস মেথডে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে রংপুর বিভাগ। আগে ব্যাট করে রংপুরের ১৪০ রানের জবাবে ১৭ ওভার পর্যন্ত রংপুরের সংগ্রহ ছিলো ৯ উইকেটে ১১২।  

 

Comments

The Daily Star  | English
Tarique Rahman on election demands

Conspirators eyeing country’s resources like vultures: Tarique

Tarique said the conspiracy by mischievous elements, both within the country and abroad, against the BNP, its leaders, and the nation, does not stop

42m ago