টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ
বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পেলেন সুখবর। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন দুইয়ে। তিনি এগিয়েছেন দুই ধাপ।
বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় ২৭ বছর বয়সী মিরাজ চার থেকে দুইয়ে উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট এখন ২৮৪। সামনে আছেন কেবল ভারতের রবীন্দ্র জাদেজা। তিনি অবশ্য বেশ বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে অবস্থান করছেন। তার রেটিং পয়েন্ট ৪১৫।
গত সপ্তাহে জ্যামাইকার কিংস্টনে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে মিরাজের নেতৃত্বে ১০১ রানে জেতে বাংলাদেশ। এতে দুই ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে টাইগাররা। লো স্কোরিং লড়াইয়ে বল হাতে মাত্র ১ উইকেট নিলেও ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩৬ ও দ্বিতীয় ইনিংসে ৪২ রান করেন মিরাজ।
মাত্র ১ রেটিং পয়েন্টে পিছিয়ে মিরাজের পরের অবস্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। চারে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ২৬৩। তিন ধাপ পিছিয়ে পাঁচে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনের রেটিং পয়েন্ট ২৬০।
বর্তমানে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। আরও তিনটি টেস্ট বাকি আছে। অর্থাৎ অশ্বিনের সামনে সুযোগ রয়েছে ভালো নৈপুণ্য দেখিয়ে মিরাজকে টপকে যাওয়ার। তবে খারাপ করলে আরও পিছিয়ে পড়ার শঙ্কাও থাকছে।
আগামী বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই। র্যাঙ্কিংয়ে মিরাজের অবস্থান ততদিন তাই নির্ভর করবে এই সংস্করণে বাকিদের পারফরম্যান্সে ওপর।
Comments