রংপুরের হয়ে খেলে চুক্তির টাকা না পাওয়ার অভিযোগ তাহিরের
বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির। ওই তিন ম্যাচ খেলতে তার সঙ্গে যতটাকার চুক্তি হয়েছিল তার পুরোটা এখনো বুঝে পাননি বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার গায়ানায় গ্লোবাল সুপার লিগে রংপুরের বিপক্ষেই খেলতে নামেন তাহির। এই ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিরকে নেতৃত্ব দিতে দেখা যায় তাহিরকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী আয়োজনে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তাহির। সাবেক প্রোটিয়া লেগ স্পিনার বলেন, 'আমি গায়ানার হয়ে ম্যাচটা জিততে চেয়েছি ব্যক্তিগত একটা কারণেও। আমি গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছি। আমি আমার চুক্তির পুরো টাকা এখনো বুঝে পাইনি।'
এদিন অবশ্য রংপুরকে হারানো হয়নি তাহিরের। আগে ব্যাট করে মাত্র ১১৭ রান করেও ১৫ রানে ম্যাচ জিতে যায় রংপুর। ৪ ওভার বল করে ২৪ রানে ২ উইকেট নিয়ে নিজের কাজটা অবশ্য করেছিলেন ৪৫ বছর পেরুনো বোলার।
বিপিএলের সর্বশেষ মৌসুমে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রংপুরের হয়ে তিন ম্যাচ খেলেন তাহির। ওই তিন ম্যাচের একটিতে ২৬ রানে ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। বাকি দুই ম্যাচেও জুতসই বল করতে দেখা গেছে তাকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)'র প্রায় সব আসরেই নানান বিতর্ক হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে। আসছে ৩০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের নতুন আসর। তার আগেই রংপুর রাইডার্সের বিপক্ষে গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনলেন এক বিদেশি ক্রিকেটার। অসমর্থিত সূত্রে জানা গেছে, এক আসরের পারিশ্রমিক অন্য আসর পর্যন্ত বকেয়া থাকা ফ্র্যাঞ্চাইজি লিগটির নিয়মিত ঘটনা।
Comments