সিরিজ জিততে ১৯৪ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
প্রথম ম্যাচে রেকর্ড রান করে আয়ারল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারিয়ে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হয়ত এতটা একপেশে হতে যাচ্ছে না খেলা। এবার আগে ব্যাট করে বাংলাদেশকে লড়াই করার মতন পুঁজি দিয়েছে সফরকারীরা।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে ১৯৩ রান করেছে আইরিশ মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ। দলের হয়ে ৮৮ বলে সর্বোচ্চ ৬৮ রান করেছেন এমি হান্টার। এছাড়া ওরলা প্রেন্ডেরগাস্ট ৩৭ ও লাউরা ডেলানি ৩৩ রান করেন।
মিরপুরের মাঠে ওয়ানডেতে ১৬৭ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড। ১৬৭ তাড়ায় পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ২২৫ রান তাড়ায় ম্যাচ হয়েছিলো টাই। আজ জিতলে একদিক থেকে রেকর্ড হবে আবার।
আগের ম্যাচে টস হেরে ভুগতে হয়েছিলো বিস্তর। এবার তাই টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। তবে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় তারা। অফ স্পিনার সুলতানা খাতুনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। তিনে নেমে এরপর এমি জুটি বাধেন সারাহ ফরবেসের সঙ্গে। দুজনের জুটি অবশ্য ২৬ রানের বেশি আনতে পারেনি। সারাহকে এলবিডব্লিউর শিকার করেন নাহিদা আক্তার।
আয়ারল্যান্ড বড় জুটি পায় চতুর্থ উইকেটে। এমি আর অরলা মিলে যোগ করেন ৯১ রান। তাদের জুটিতে এক পর্যায়ে মনে হচ্ছিল আইরিশরা অনায়াসে ছাড়িয়ে যাবে দুইশো। দলের ভীষণ প্রয়োজনে এই জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। ৬৮ কয়া এমিকে এলবিডব্লিউতে থামান তিনি। ওরলা ৩৭ করে ফেরেন রান আউটে।
পরের দিকে আয়ারল্যান্ডের রান দুইশোর কাছে নিতে ভূমিকা রাখেন লাউরা ডেলানি ও লেহ পল। লাউরা ৫০ বলে করেন ৩৩, পলের ব্যাট থেকে ২৫ বলে আসে ১০ রান।
ইনিংসে বাংলাদেশের সেরা বোলার সুলতানা। ১০ ওভার বল করে ৩২ রানে তিনি নিয়েছেন ২ উইকেট।
Comments