আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

Bangladesh womens
ছবি: ফিরোজ আহমেদ

শারমিন আক্তার সুপ্তার ঝড়ো ইনিংসে ওয়ানডেতে প্রথমবার আড়াইশ ছাড়ানো পুঁজি পেয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশের স্পিনারদের ঝলকে খাবি খেল আয়ারল্যান্ড। তাদের অল্প রানে আটকে ওয়ানডেতে সবচেয়ে নিজেদের সবচেয়ে বড় রানের জয় পেল নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১৫৪ রানের ব্যবধানে। আগে ব্যাট করে ২৫২ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র  ৯৮ রান করতে পারে আইরিশরা। এটাই রানের দিক থেকে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগের বড় জয় ছিলো গত বছর। দক্ষিণ আফ্রিকাকে ইস্ট লন্ডনে ১১৯ রানে হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের জয়ে বড় অবদান সুপ্তার। ১৬ মাস পরে দলে ফেরা ডানহাতি ব্যাটার ৮৯ বলে ১৪ চারে করেন সর্বোচ্চ ৯৬ রান। এছাড়া ১১০ বলে ৬১ রান আসে ফারজানা হক পিংকির ব্যাটে। 

আইরিশদের একশোর নিচে আটকে দিতে সম্মিলিতভাবে উইকেট নিয়েছেন বোলাররা। পেসার মারুফা আক্তার ১৮ রানে পান ২ উইকেট। অফ স্পিনার সুলতানা খাতুন ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার দুজনেই ২৩ রান দিয়ে পান ৩টি করে উইকেট। 

২৫৩ রানের লক্ষ্যে নেমে তৃতীয় ওভারেই পর পর দুই বলে গ্যাবি লুইস এমি হান্টারকে তুলে নেন মারুফা।

তার এনে দেওয়া শুরু ধরে স্পিনাররা দেখাতে থাকেন দাপট। ওপেনার সারাহ ফরবেস থিতু হলেও উড়তে পারেননি, ডট বলের চাপে তাকে ক্রিজে আড়ষ্ট করে রাখে বাংলাদেশ।

ওরলা প্রেনডারগাস্ট ৩৪ বলে ১৯ করে ফেরার পর ২৫ রান করে নিজের লড়াই থামান সারাহ। আইরিশ ব্যাটারদের মধ্যে এরপর দুই অঙ্কে যেতে পেরেছেন আর কেবল একজন। লাউরা ডেলানি ৩৮ বলে করেন ২২ রান।

সকালে টস জিতে ব্যাট করতে গিয়ে মন্থর শুরু করে বাংলাদেশ। মুরশিদা খাতুন-ফারজানা হকের জুটির পর তিনে নেমে দলের রানের চাকায় গতি আনেন সুপ্তা। পরে প্রায় পুরো ইনিংস টেনে নিয়ে দলকে শক্ত জায়গায় নেওয়ার কারিগর তিনি। মাঝে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (২৮ বলে ২৮) সঙ্গে মিলে ৬১ রানের জুটি পান তিনি। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির পর দ্রুততম সেঞ্চুরির কাছেও ছিলেন তিনি। ৪৯তম ওভারে উড়িয়ে মারতে গিয়ে ৮৯ বলে ৯৬ রানে থেমে আক্ষেপে পুড়েন তিনি। তবে তার ইনিংসেই বড় জয়ের ভিত পেয়ে বোলিংয়ে নিজেদের কাজটা করেছে টাইগ্রেসরা।

একই মাঠে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

  

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after several years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

2h ago