চা-বিরতির আগে ৫ উইকেটে ১৬৫ রান বাংলাদেশের
দিনের প্রথম সেশনে শাহাদাত হোসেন দিপুর উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর লিটন দাসের সঙ্গে দারুণ প্রতিরোধ গড়েছিলেন মুমিনুল হক। তবে ভালো কিছুর ইঙ্গিত দিয়ে ইনিংস লম্বা করতে পারেননি কেউই। দ্বিতীয় সেশনে বিদায় নিয়েছেন এ দুই ব্যাটারই। ফলে পাঁচ উইকেট হারিয়ে কিছুটা চাপে রয়েছে টাইগাররা।
রোববার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ৫ উইকেটে ১৬৫ রান করেছে বাংলাদেশ। প্রথম সেশনে ৮৫ রান তুললেও দ্বিতীয় সেশনে দুই সেট ব্যাটারকে হারিয়ে রান তুলতে পেরেছে ৬০। প্রথম ইনিংসে এখনও ২৮৫ রানে পিছিয়ে আছে টাইগাররা। ফলোঅন এড়াতে এখন ৮৬ রান প্রয়োজন তাদের।
লাঞ্চের পর পঞ্চম ওভারেই ফিরে যান মুমিনুল। পঞ্চাশ তুলে নেওয়ার পর মনোযোগ হারিয়ে বসেন। জেডেন সিলসের বলে ফ্লিক করতে গিয়ে লাইন মিস করে পড়েন এলবিডাব্লিউর ফাঁদে। রিভিউ নিয়েছিলেন মুমিনুল। তবে লাভ হয়নি। ১১৬ বলে ৩টি চারের সাহায্যে ৫০ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।
এর আগে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে লাল বলের ক্রিকেটে ১০ হাজার রান পূরণ করেন মুমিনুল। এদিনের ফিফটিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার মোট রান হলো ১০ হাজার ৫ রান। এই রান করতে ১৫২ ম্যাচে ২৬৭ ইনিংস খেলেছেন তিনি। ৩৯.৭ গড়ে ২৯টি সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি করেছেন ৪৬টি।
এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে দলের হাল ধরেন লিটন। তবে খুব বেশি দূর আগাতে পারেননি। শামার জোসেফের অফ স্টাম্পের বাইরে শর্ট বল পুল করতে গিয়ে স্টাম্পে টেনে এনে বোল্ড হয়ে যান তিনি। ৭৬ বলে ৩টি চারের সাহায্যে ৪০ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
লিটনের বিদায়ের পর জাকের আলী অনিকের সঙ্গে হাল ধরেছেন মিরাজ। এরমধ্যেই ২০ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার। ৬১ বলে ২২ রানে ব্যাটিং করছেন মিরাজ। জাকের অপরজিত আছেন ৫ রানে।
Comments