সিরিজ শুরুর আগে ধাক্কা খেল ভারত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগেই একটা বড় ধাক্কা খেয়েছে ভারত। ছন্দে থাকা টপ অর্ডার ব্যাটার শুবমান গিল অনুশীলনে চোট পেয়েছেন। এই চোটে পার্থে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা নেই।
শনিবার ওয়াকা স্টেডিয়ামে ম্যাচ সিনারিও অনুশীলনে স্লিপে ক্যাচ নিতে গিয়ে বাম হাতের বুড়ো আঙুল ফেটে যায় গিলের। স্ক্যান রিপোর্টে চিড় ধরা পড়েছে বলে জানিয়েছেন ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। আনুষ্ঠানিকভাবে এখনো গিল ছিটকে না গেলেও এই অবস্থায় ২২ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা আসলে নেই।
শনিবার লম্বা সময় স্লিপে ফিল্ডিং করতে দেখা যায় গিলকে। কোন পর্যায়ে তিনি এই চোট পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে তার চোটের লক্ষণ খুব একটা সুবিধার নয়।
এদিকে দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে প্রথম টেস্ট খেলা অনিশ্চিত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত না থাকলে গিলেরই যশভি জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করার কথা ছিলো। এবার গিলও ছিটকে যাওয়ায় টপ অর্ডার নিয়ে চিন্তায় ভারত।
খুব সম্ভবত জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করবেন লোকেশ রাহুল। তবে রাহুলও অনুশীলনে কনুইতে চোট পেয়েছেন। তবে তার চোট গুরুতর নয়। ভারত ট্রেভেলিং রিজার্ভ হিসেবে নিয়ে গেছে ওপেনার অভিমন্যু ঈশ্বরণকে। তবে অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলন ম্যাচে তিন খুব একটা ভালো করতে পারেননি।
ভারত 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়ে এখনো সেখানে আছেন আরেক ওপেনার রতুরাজ গায়কোয়াড়। ঝুঁকি বিবেচনায় তাকে আরও কিছুদিন দলের সঙ্গে রেখে দেওয়ার চিন্তা করছেন ভারতের নির্বাচকরা।
ঘরের মাঠে সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে প্রবল সমালোচনায় পড়েছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ থেকে অনেকটাই পিছিয়ে গেছে তারা। অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে সিরিজ হারাতে পারলে ফাইনালে যেতে পারে দলটি।
Comments