এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন রাসেল, ফিরলেন আলজেরি
অনেকদিন পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে টানা দুই ম্যাচও খেলতে পারলেন না আন্দ্রে রাসেল, পড়লেন গোড়ালির চোটে। এই অলরাউন্ডারকে তাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ তিন টি-টোয়েন্টিতে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। তবে শৃঙ্কলাভঙ্গের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ থাকার পর ফিরেছেন পেসার আলজেরি জোসেফ।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ক্যারিবিয়ানরা। সিরিজ নিশ্চিত করতে সেন্ট লুসিয়ায় সিরিজের বাকি তিন ম্যাচই জিততে হবে তাদের।
অথচ গুরুত্বপূর্ণ লড়াই তারা পাবে না ৩৬ পেরুনো তারকা রাসেলকে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১৭ বলে ৩০ করলেও বোলিংয়ে উইকেট পাননি রাসেল, উল্টো গোড়ালির চোটে আক্রান্ত হন তিনি।
রাসেল না থাকায় দলে আনা হয়েছে পেস অলরাউন্ডার শামার স্পিঙ্গারকে। এখনো পর্যন্ত দুটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড থেকে এছাড়া বাদ পড়েছেন পেস অলরাউন্ডার টেরেন্স হাইন্ডস। বৃহস্পতি, শনি ও রবিবার হবে সিরিজের শেষ তিন ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হাইন্ডস, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
Comments