সিরিজ নির্ধারণী ম্যাচে শান্ত নেই, অধিনায়ক মিরাজ
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন চোটে ম্যাচে শেষ দিকে ফিল্ডিং করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। কুঁচকির এই চোটে এবার তিনি খেলতে পারছেন না সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে।
সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ানে আফগানদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নামবে বাংলাদেশ। দুই দলই একটা করে ম্যাচ জেতায় এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দ্য ডেইলি স্টারকে শান্তর না থাকার খবর নিশ্চিত করেছেন। কুঁচকির চোট পাওয়া শান্ত এমআরআই পরীক্ষা করা হয়, তাতে অন্তত সপ্তাহখানেক বিশ্রাম দরকার তার।
শান্ত না থাকায় দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবারই প্রথম বাংলাদেশকে অধিনায়কত্ব করবেন তিনি। শান্ত বদলে খেলবেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান।
আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে চোট, অসুস্থতা হানা দেয় বাংলাদেশ দলে। অসুস্থতার কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে যান ওপেনার লিটন দাস। প্রথম ওয়ানডেতে বাম হাতের তর্জনি আঙুলে চিড় ধরে লম্বা সময়ের জন্য ছিটকে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকির চোট বাইরে ঠেলে দিল শান্তকে। এই সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান করেছেন শান্ত। প্রথম ওয়ানডেতে ৪৭ করার পর দ্বিতীয় ম্যাচে তিনি করেন ৭৬ রান, বাংলাদেশ ম্যাচ জেতায় ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।
সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিরিজ জেতার লড়াইয়ে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শান্তর বদলি নেওয়া ছাড়া একাদশে আর কোন বদলের সম্ভাবনা কম।
Comments