হারের দায় নিজের কাঁধে নিলেন রোহিত
প্রথম দুই টেস্টে হেরে আগেই সিরিজ খুইয়েছিল ভারত। তৃতীয় টেস্টে হোয়াইটওয়াশ এড়ানোই ছিল বড় চ্যালেঞ্জ। লক্ষ্যটাও নাগালের মধ্যেই পেয়েছিল তারা। কিন্তু ১৪৭ রান তাড়াও করতে পারেনি দলটি। এমন হারের পর দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
রোববার ওয়াংখেড়েতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে এসে ২৫ রানে হেরেছে ভারত। পুরো সিরিজেই ব্যাটার হিসেবে চরম ব্যর্থ ছিলেন অধিনায়ক রোহিত। বেঙ্গালুরুতে একটি ফিফটি (৫২) পেলেও বাকি পাঁচ ইনিংসে করেছেন মোট ৩৯ রান। তাই ব্যাটার হিসেবেও নিজের দায় স্বীকার করলেন অধিনায়ক।
কোনোরকম রাখঢাক না রেখে হারের পর সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বললেন, 'অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি আমার সেরা জায়গায় ছিলাম না। ব্যাট হাতেও নিজের সেরা জায়গায় ছিলাম না। আমি হতাশ।'
তবে শুধু নিজেই নন, দল হিসেবেই তারা ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন রোহিত, 'এই ম্যাচে যে লক্ষ্য পেয়েছিলাম আমরা, সেটা তাড়া করে জেতা যেত। আমাদের একটাই কাজ করতে হত, সেটা হল যে নিজেদের দক্ষতাকে প্রয়োগ করা। যে কাজটা করতে আমরা দলগতভাবে ব্যর্থ হয়েছি। এরকম কন্ডিশনে নিজেদের সেরা ক্রিকেট খেলিনি আমরা। আর সেটার ফলই পেয়েছি।'
কিউইদের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়াটা বিষয়টা হজম করা কঠিন হবে বলে জানান রোহিত, 'একটা টেস্ট ম্যাচ (সিরিজ) হেরে যাওয়ার বিষয়টি মেনে নেওয়া কখনোই সহজ নয়। এটা সহজে হজম করা যাবে না। পুরো সিরিজেই নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো খেলেছে। পুরো সিরিজেই আমরা ভুলের পর ভুল করে গিয়েছি। যেটা আমাদের স্বীকার করতেই হবে।'
এবার ভারতের উইকেট নিয়েও কম সমালোচনা হচ্ছে না। তবে এমন উইকেটে তারা খেলে অভ্যস্ত বলেই জানান ভারতীয় অধিনায়ক, 'তিন-চার বছর ধরে আমরা এরকম পিচে খেলেছি। তাই কি করতে হবে আমরা জানি। এমন একটা সিরিজ গেল, যেখানে এটা সফল হয়নি। আমরা কয়েকটা জিনিস করার চেষ্টা করছি। কিন্তু সেটা কাজে আসেনি। আর এ কারণেই আমরা পিছিয়ে থেকেছি।'
Comments