চট্টগ্রাম টেস্ট

প্রথম সেশন দক্ষিণ আফ্রিকার

Aiden Markram & Tony De Zorzi
ছবি: ফিরোজ আহমেদ

ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে নেমে দারুণ শুরু পেয়েছে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে প্রথম ঘণ্টা পার করার পর এইডেন মার্করাম ফিরে ফেলেও টনি ডি জর্জির ব্যাটে এগুচ্ছে তারা।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম সেশন সফরকারীদের। ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে নিয়েছে তারা। ৪৯ রান নিয়ে ক্রিজে আছে ডি জর্জি। ২৩ রান নিয়ে তার সঙ্গী ট্রিস্টিয়ান স্টাবস।

উদ্বোধনী জুটিতে ৬৯ রান আসার পর দ্বিতীয় উইকেট জুটিতেও এসে গেছে অবিচ্ছিন্ন ৪০ রান।

টস জিতে ব্যাটিং বেছে সাবলীল শুরু পায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার টনি ডি জর্জি আর এইডেম মার্করাম সহজেই রান বাড়াতে থাকেন। পেস দিয়ে কিছু হচ্ছিলো না দেখে ৫ ওভার পরই এক প্রান্তে স্পিনার আক্রমণে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশ্য পেসারের বলেই এসেছিলো প্রথম সুযোগ। সপ্তম ওভারে হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন জর্জি। ৬ রানে থাকা এই বাঁহাতি ব্যাটারের ক্যাচ ফেলে দেন অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন।

পরে অনায়াসে এগুতে থাকেন তিনি। দল পঞ্চাশ স্পর্শ করে কোন সমস্যা ছাড়া। প্রথম ঘণ্টায় কোন উইকেট হারায়নি সফরকারীরা। ১৮তম ওভারে গিয়ে আসে প্রথম সাফল্য। সেটা মূলত মার্করামের উপহার দেওয়া। তাইজুল ইসলামের নীরিহ এক বলে ফ্লিকের মতন খেলতে গিয়ে মিড অনে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন ৫৫ বলে ৩৩ করা প্রোটিয়া কাপ্তান।

সেশনের বাকি সময়ে আর কোন বিপদে পড়েনি তারা। ক্রিজে এসে থিতু হতে খুব বেশি সময় লাগেনি স্টাবসের। জর্জিও এগুচ্ছেন ফিফটির দিকে। চার বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে বল করিয়ে ব্যাটারদের খুব একটা পরীক্ষা নিতে পারেনি বাংলাদেশ দল।

Comments

The Daily Star  | English

If consensus commission fails, it will be a collective failure: Ali Riaz

He made the remarks in his opening statement during the 14th day of the second phase of dialogues with political parties

34m ago