তিন বদল নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অঙ্কনের অভিষেক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের একাদশে এসেছে তিনটা বদল। এরমধ্যে দুটি বদলই করা হয়েছে বাধ্য হয়ে।
মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতলে আগে ব্যাটিং নিতেন বলেন জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই টেস্টে একটি বদল নিশ্চিতই ছিলো। আগের দিন মাথার চোটে জাকের আলি অনিক ছিটকে যাওয়ায় দলে আনা হয় মাহিদুল ইসলাম অঙ্কনকে। উড়ে এসে সরাসরি অভিষেকই হয়ে যাচ্ছে তার। কারণ নিয়মিত কিপার লিটন দাস হুট করেই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি খেলতে না পারায় অঙ্কনকে না খেলানোর বিকল্প ছিল না।
এছাড়া একাদশে ফিরেছেন ব্যাটার জাকির হাসান। অফ স্পিনার নাঈম হাসানের জায়গায় খেলানো হচ্ছে পেসার নাহিদ রানাকে। আগের টেস্ট এক পেসার নিয়ে খেললেও এবার তাই দুই পেসার খেলাচ্ছে বাংলাদেশ দল। দুই বদল এনেছে দক্ষিণ আফ্রিকাও। অফ স্পিনার ড্যান পিটের জায়গায় নেওয়া হয়েছে সেনুরান মুতুসামি। ব্যাটার ম্যাথু ব্রিৎজকের বদলে খেলছেন ড্যান প্যাটারসন।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, টনি ডে জর্জি, ট্রিস্টিয়ান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, সেনুরান মুতুসামি, ভিয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ড্যান প্যাটারসন।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
Comments