ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ধাক্কা খেল শ্রীলঙ্কা

চোটের হানায় প্রথম পছন্দের পেস আক্রমণই পাচ্ছে না শ্রীলঙ্কা। এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও লঙ্কানরা খেলেছিল দুশমন্থা চামিরা ও নুয়ান থুশারাকে ছাড়া। এবার চোটে পড়ে ওয়ানডে সিরিজে চারিথ আসালাঙ্কার দলে থাকবেন না মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্কা।
গত মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন পাথিরানা। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে যান স্লিংগি এই পেসার। ম্যাচে তাই একটি বলও করানো হয়নি তাকে। কাঁধের এই ইনজুরি তাকে অস্বস্তিতে ফেলেছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঝুঁকি নিতে চায়নি শ্রীলঙ্কা ম্যানেজমেন্ট।
আরেক তরুণ পেসার মাদুশঙ্কার ইনজুরি হয়েছে ফিল্ডিং সেশনে। বাঁহাতি এই পেসার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলা মাদুশঙ্কার ওয়ানডেতে নিয়মিত হওয়ার সুযোগ ছিল।
দুই পেসারের জায়গায় এ পর্যন্ত একজন বদলির নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা। মোহাম্মদ সিরাজকে যোগ করা হয়েছে স্কোয়াডে। বাঁহাতি এই পেসার রয়েছেন অভিষেকের অপেক্ষায়। বদলি আরেকজনের নাম বৃহস্পতিবার জানিয়ে দিবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেটির জন্য বিবেচনায় রাখা হচ্ছে না বিনুরা ফার্নান্দোকে। এই বাঁহাতি পেসার ফ্লু থেকে এখনো সেরে উঠতে পারেননি।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুই পরিচিত মুখকে পায়নি শ্রীলঙ্কা। ব্রঙ্কাইটিসের দারুণ দুশমন্থা চামিরা ছিটকে গিয়েছিলেন। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ট্রেনিং সেশনে আঙুলে চোট পেয়ে গিয়েছিলেন থুশারা। ঘরের মাঠের সিরিজে তাই তাকেও বসে থাকতে হচ্ছে মাঠের বাইরে।
মাঠে সময় মোটেই ভালো যাচ্ছে না লঙ্কানদের। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াটওয়াশ হয়েছে তারা। সব সংস্করণ মিলিয়ে ভারতীয়দের বিপক্ষে টানা দশ ম্যাচে জয় দেখতে পায়নি শ্রীলঙ্কা।
২ আগস্ট কলম্বোতে শুরু হওয়া ওয়ানডে সিরিজে ভারতের জয়রথ থামানোর আশা নিয়ে মাঠে নামবেন আসালাঙ্কারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচও হবে একই ভেন্যুতে। ৪ আগস্ট দ্বিতীয় ম্যাচের পর সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৭ আগস্ট।
Comments