শেষ ম্যাচে ভালো পরিকল্পনা নিয়ে ভালো খেলার প্রত্যাশায় শান্ত

Najmul Hossain Shanto
ছবি: ফিরোজ আহমেদ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কতখানি প্রস্তুতি নেওয়া যাবে তা নিয়ে ছিল সংশয়। কিন্তু বাংলাদেশ দলের পারফরম্যান্সের এতই বেহাল দশা যে, সেদিকে আলোকপাত করার অবস্থা নেই। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দলটির কাছে সিরিজ খুইয়েছে তারা। তারপরও ইতিবাচক ঢঙে থাকা বাংলাদেশ অধিনায়ক শান্ত শেষ ম্যাচে ভালো কিছু করার প্রত্যাশা রেখেছেন।

গতকাল বৃহস্পতিবার টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আরেকটি দুঃসহ অভিজ্ঞতা হয় বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে ৬ রানে হেরেছে তারা। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান তোলে আমেরিকানরা। জবাবে শান্তর নেতৃত্বাধীন দল ৩ বল বাকি থাকতে অলআউট হয় ১৩৮ রানে। একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় শেষ ৪ ওভারে হাতে ৫ উইকেট নিয়ে ২৬ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু নাটকীয় পালাবদলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলের ব্যাটিং লাইনআপ। স্রেফ ১৯ রানের মধ্যে বাকি ৫ উইকেট শিকার করে তাদেরকে গুঁড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। ম্যাচের সঙ্গে সিরিজও জিতে নিয়ে ইতিহাস গড়ে শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা আমেরিকানরা। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটাই তাদের প্রথম সিরিজ জয়ের কীর্তি।

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের ভালো করতে না পারা নিয়ে চর্চা চলছে বহু বছর ধরে। তবে ম্যাচের পর দক্ষতায় কোনো ঘাটতি না থাকার কথা জানান শান্ত, 'আমার মনে হয়, স্কিলে কোনো সমস্যা নেই। মানসিকতা ও মনোবৃত্তি বদলাতে হবে আমাদের। গত দুই ম্যাচে আমরা তা করতে পারি ও ভালো খেলতে পারিনি।'

এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৭৮। এরপর বাংলাদেশ সুবিধাজনক অবস্থান থেকে ধীরে ধীরে পথ হারিয়ে ফেলে। হারের জন্য বাংলাদেশ অধিনায়ক দায় দেন এই ব্যাটিং ব্যর্থতাকে, 'আমাদের জন্য খুবই হতাশাজনক। মাঝের ওভারগুলোয় আমরা প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছি। ম্যাচ হারার মূল কারণ এটিই।'

বিস্ময়কর শোনালেও হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কা এখন বাংলাদেশের সামনে। শান্ত তবুও আছেন ভালো কিছু প্রাপ্তির আশায়, 'সত্যি বলতে, আমরা ভালো খেলতে পারিনি। তবে আমার মনে হয়, খুব ভালো সুযোগ আছে, একটি ম্যাচ বাকি আমাদের। খুব ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। আশা করি, পরের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।'

সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে যদিও ইতিবাচক কিছু খুঁজে বের করা ভীষণ কঠিন বাংলাদেশের জন্য। এবারের হতশ্রী ব্যাটিংয়ের আগে প্রথম টি-টোয়েন্টিতে শেষ ৪ ওভারে ৫৫ রান রক্ষা করতে ব্যর্থ হয়েছিলেন বোলাররা। তাদের ওপর চড়াও হয়ে ৩ বল হাতে রেখেই ১৫৩ রান তাড়া করে জিতেছিল যুক্তরাষ্ট্র।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

2h ago