অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ফারিহা তৃষ্ণা
ইনিংসের শেষ ওভারে অস্ট্রেলিয়ার ব্যাটাররা ছিলেন দ্রুত রান বাড়ানোর চেষ্টায়। বাংলাদেশের বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা নিলেন এই সুযোগ। ইনিংসের শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফারিহার এটি দ্বিতীয় হ্যাটট্রিক। বাংলাদেশের মেয়েদের হয়ে তৃতীয়।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। অজিদের ইনিংসে গানা দিয়ে ১৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ফারিহা।
শেষ ওভারের চতুর্থ বলে ফারিহাকে লং অফ দিয়ে উড়াতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন এলিসা পেরি। পরের বলে সোফি মলিনাক্স পয়েন্টে ধরা পড়েন। বেথ মুনি শেষ বলে ফ্লিক করতে গিয়ে হয়ে যান বোল্ড। হ্যাটট্রিকের আনন্দে মাতেন ফারিহা।
এর আগে ২০২২ সালে মালোয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে সিলেটে হ্যাটট্রিক করেছিলেন ফারিহা।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিকের ঘটনা অবশ্য আরও আছে। উগান্ডার কনসালেট আয়ুকু নুমুঙ্গু ও হংকংয়ের ক্যারি চানের আছে এই কীর্তি। বাংলাদেশের হয়ে ফারিহা ছাড়া হ্যাটট্রিক আছে ফাহিমা খাতুনের। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
ফারিহার হ্যাটট্রিকের পরও দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় রান করে ফেলেছে অস্ট্রেলিয়া। জর্জিয়া ওয়েরহামের ৩০ বলে ৫৭ ও গ্রেস হ্যারিসের ৩৪ বলে ৪৭ রানে বাংলাদেশের সামনে ১৬২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে অজিরা। প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে থাকা নিগার সুলতানা জ্যোতিদের সামনে তাই বিশাল চ্যালেঞ্জ।
Comments