সাকিব-তামিমের দ্বন্দ্ব সালাউদ্দিনের কাছে কষ্টের ইস্যু

২৫ বছরের কোচিং ক্যারিয়ারে মোহাম্মদ সালাউদ্দিন কাজ করেছেন তিন প্রজন্মের সঙ্গে। দেশের ক্রিকেট অঙ্গনে করে নিয়েছেন সমীহ জাগানিয়া জায়গা।

দ্য ডেইলি স্টারের 'স্টার স্পেশাল' আয়োজনে সালাউদ্দিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অকপটে, রসবোধের সঙ্গে দিয়েছেন ঝাঁজাল অভিমত। খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ঘাটতি, সোনালী প্রজন্মের সাফল্য-ব্যর্থতা এবং সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্বের প্রভাব নিয়ে দিয়েছেন নিজের স্পষ্ট বক্তব্য।

Comments