প্রস্তুতি ম্যাচে ধীরগতির পিচ, অস্ট্রেলিয়ার কৌশলে অবাক হাফিজ

ছবি: পিসিবি

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির ভেন্যু পার্থে মিলবে বাউন্সি উইকেট। তবে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে খেলতে হয়েছে একেবারে ধীরগতির পিচে। অর্থাৎ উপযুক্ত কায়দায় তৈরি হতে পারেনি দলটি। নিজেদের ডেরায় বাড়তি সুবিধা নিতেই এমন কৌশল খাটিয়েছে অস্ট্রেলিয়া। এমন ঘটনায় তীব্র বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের টিম ডিরেক্টর ও অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মোহাম্মদ হাফিজ।

ক্যানবেরায় গত বুধবার চার দিনের প্রস্তুতি ম্যাচে প্রাইম মিনিস্টার একাদশের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। বৈরি আবহাওয়ার কারণে শেষ দিনের খেলা ভেস্তে যায়। এর আগের দিনগুলোতে উইকেট ছিল ভীষণ মন্থর। ড্র হওয়া ম্যাচে পাকিস্তান ৯ উইকেটে ৩৯১ রান তুলে ইনিংস ঘোষণার পর প্রাইম মিনিস্টার একাদশ ৪ উইকেটে তোলে ৩৬৭ রান।

আগামী বৃহস্পতিবার পার্থে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ওই লড়াই সামনে রেখে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাফিজ। প্রস্তুতি ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি হলেও পিচের ধরন নিয়ে হতাশা গোপন করেননি তিনি, 'সত্যি বলতে, দল হিসেবে আমরা বেশিরভাগ বাক্সে টিক চিহ্ন দিতে পেরেছি। কিন্তু ক্যানবেরায় হওয়া প্রস্তুতি ম্যাচে যে পিচ পেয়েছি, তাতে অবশ্যই অবাক ও হতাশ হয়েছি। অস্ট্রেলিয়ায় সফরকারী দল হিসেবে এটা আমাদের খেলা সবচেয়ে ধীরগতির পিচ।'

উইকেটের প্রসঙ্গটি ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) অবহিত করেছেন কিনা জানতে চাইলে পাকিস্তান কোচের জবাব, 'সবাই এটা জানত। এটা বারবার বলার কোনো কারণ দেখি না। আমরা তীব্র হতাশ হয়েছি কারণ এই ধরনের আয়োজন প্রত্যাশা করিনি। এটা হয়তো তাদের কৌশল। তবে সেটার জন্য আমরা তৈরি আছি... আমরা এখানে অস্ট্রেলিয়াকে হারাতে এসেছি, কেবল প্রতিদ্বন্দ্বিতা করতে নয়।'

অস্বীকার করার উপায় নেই যে মন্থর পিচে খেলায় পাকিস্তানের প্রস্তুতিতে কিছুটা হলেও ঘাটতি থাকছে। আর এই সুযোগটাই নিতে চান অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। গণমাধ্যমকে তিনি বলেন, 'ধীরগতির ও নিচু পিচে প্রস্তুতি নিয়ে তারা এখানে (পার্থে) আসছে। তো আশা করি, বাউন্সি পিচে আমরা তাদেরকে ভড়কে দিতে পারব। কোনো সন্দেহ নেই যে এটা একটা বাড়তি সুবিধা।'

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন সিরিজটি নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে দারুণ আগ্রহ দেখা যাচ্ছে। পার্থে অনুষ্ঠেয় টেস্টের ১৮ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে ইতোমধ্যে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago