যে দলে সাকিব আছে, সে দলে সাকিবকেই অধিনায়ক চান সুজন

ফাইল ছবি: ফিরোজ আহমেদ

তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর থেকেই জল্পনা-কল্পনা চলছে পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে। এই প্রশ্নে দীর্ঘদিন টিম ডিরেক্টর হিসেবে কাজ করা খালেদ মাহমুদ সুজন তার ভোটটি দিলেন সাকিব আল হাসানের বাক্সে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের মতে, লিটন দাসও প্রস্তুত আছেন অধিনায়কত্ব করার জন্য।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তামিম। সেসময় নতুন অধিনায়ক বেছে নেওয়ার প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'যদি তামিম শুধু বলত যে এশিয়া কাপ খেলছে না, তাহলে তো আমাদের প্রস্তুত ছিলই, সহ-অধিনায়ক লিটন হতো (অধিনায়ক)। এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না। দুয়েকজনের সঙ্গে কথা না বলে (নতুন অধিনায়ক কে) বলা যাচ্ছে না।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকরা সুজনের কাছে জানতে চান পরবর্তী অধিনায়ক নির্বাচনের বিষয়ে তার ভাবনা। জবাবে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবকে এগিয়ে রাখার কথা বলেন তিনি। লিটনকেও অপছন্দ নয় তার, 'আমি কীভাবে বলি যে, লিটনকে (আমার অধিনায়ক হিসেবে পছন্দ) নয়। লিটন সিরিজ জিতিয়েছে, ভারতের বিপক্ষে। তবে যাই হোক, সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা (বুদ্ধি), অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি। তবু লিটনকেও ছোট করতে চাই না। লিটন অতীতে (অধিনায়ক হিসেবে) খুবই ভালো কাজ করেছে।'

'তবে আমি মনে করি, যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে (নেতৃত্ব) দেওয়াটাই ঠিক। আমার ব্যক্তিগত মত এটি। আর লিটন, (নাজমুল হোসেন) শান্ত, (মেহেদী হাসান) মিরাজ এরাও তৈরি হবে। সামনে এদেরকেই (অধিনায়কত্ব) করতে হবে। এদের হাতেই আর্মব্যান্ড যাবে। তামিম, মুশফিকরা (মুশফিকুর রহিম) অবসর নিলে এরাই সিনিয়র (ক্রিকেটার) হবে।'

লিটনকে যদি বোর্ড অধিনায়ক করে, সেক্ষেত্রে সাকিবের দিক থেকে কোনো আপত্তি উঠবে না বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার, 'অবশ্য লিটনকে (অধিনায়কত্ব) দিলেও যে, এটা সাকিবের জন্য ইস্যু হবে, তা নয়। আমি সাকিবকে ব্যক্তিগতভাবে চিনি। আমার মনে হয় না সাকিব এসব নিয়ে কিছু মনে করবে। সে উল্টো লিটনকে আরও বেশি সাহায্য করবে। এখন বোর্ড যদি মনে করে লিটন (অধিনায়ক হবে), এটাও কোনো সমস্যা নয়।' 

'লিটন যে (নেতৃত্ব দেওয়ার জন্য) প্রস্তুত নয়, তাও বলা ঠিক হবে না। সেও অভিজ্ঞ। এত দিন ধরে ঘরোয়া ক্রিকেট, জাতীয় দলে খেলছে, ওর অভিজ্ঞতাও অনেক ভালো। শেষ কথা যেটা বলব, যেহেতু ভারতের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, লিটনের কথা বারবার আসবে। তবে আমি মনে করি, এখনও সাকিব আছে যেহেতু, আমাদের (নতুন অধিনায়ক নির্বাচনে) খুব ভালো একটা বিকল্প আছে।'

গত বছর অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে একসঙ্গে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আছেন সাকিব। এবার ওয়ানডের নেতৃত্বও পেলে ২০১১ সালের পর প্রথমবারের মতো তিন সংস্করণেই অধিনায়কত্ব করবেন তিনি। অন্যদিকে, তামিমের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন লিটন। তিনি জিতেছেন তিনটিতে, হেরেছেন দুটিতে। তার অধিনায়কত্বে গত বছর দেশের মাটিতে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

5h ago