অবশেষে ভারতকে হারাতে পারল বাংলাদেশের মেয়েরা
আগের ম্যাচে ভারতকে একশর নিচে আটকে দিয়েও হারের কষ্টে পুড়তে হয়েছিল বাংলাদেশের মেয়েদের। সেই ক্ষত মুছে চওড়া হাসিতে ভাসল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ নিল টাইগ্রেসরা।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৪ উইকেটের স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০২ রান তোলে ভারত। জবাবে ১০ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
পাঁচ বছর পর ভারতকে টি-টোয়েন্টিতে হারাতে পারল বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজে প্রতিবেশী দেশটির বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ও এটি। এই সংস্করণে দুই দলের সব মিলিয়ে ১৬ ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা পেল তৃতীয় জয়। আগের দুটি জয়ই ছিল ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে। ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
শেষ ৪ ওভারে অসাধারণ বল করে লক্ষ্য নাগালের মধ্যে রাখে স্বাগতিকরা। স্কোরবোর্ডে মাত্র ১২ রান যোগ করতে ভারতীয়রা হারায় ৬ উইকেট। এতে মূল কৃতিত্ব লেগ স্পিনার রাবেয়া খানের। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৬ রানে ৩ উইকেট শিকার করেন তিনি।
রান তাড়ায় বাংলাদেশকে পথ দেখান ওপেনার শামিমা সুলতানা। শেষদিকে অবশ্য ফের শঙ্কা জেগেছিল গত ওয়ানডের মতো তালগোল পাকিয়ে ফেলার। তবে এবার আর পা হড়কায়নি বাংলাদেশ। শামিমা ৪৬ বলে ৩ চারে করেন ৪২ রান। দুটি গুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস খেলেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার। সুলতানা ৮ বলে ১২ রানে আউট হলেও নাহিদা ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন।
বিস্তারিত আসছে...
Comments