আইপিএল

কোহলিকে ম্লান করে দিতে গিলের ছিল ভরপুর বিশ্বাস

Shubman Gill

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে আইপিএলের ইতিহাসে যখন সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিরাট কোহলি, মনে হচ্ছিল রাতটা তারই। ইনিংস বিরতিতে প্রতিপক্ষে খেলোয়াড়রাও এসে জড়িয়ে ধরছিলেন কোহলিকে। সব আলো তখন 'কিং কোহলির' দিকে। কিন্তু ম্যাচ শেষে পুরো ছবিটাই বদলে গেল। ২৩ পেরুনো শুভমান গিল বিস্ফোরক সেঞ্চুরিতে ম্লান করে দেন কোহলিকেও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হতাশার রাতে গুজরাট টাইটান্সকে জেতানো গিল বললেন, তার দুর্বার ছুটে চলার পেছনে আছে ভরপুর বিশ্বাস।

কোহলির মতই আইপিএলে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন গিল। টানা দুই ম্যাচে সেঞ্চুরির করার নজির আইপিএলে আছেই কেবল চারজনের। বেঙ্গালুরুর রান বান্ধব ছোট বাউন্ডারিতে ৬১ বলে ১০১ রানের ইনিংস খেলে দলকে ১৯৭ রানে নিয়ে গিয়েছিলেন কোহলি। রান তাড়ায় ৫২ বলে ১০৪ রানের ইনিংসে সব উল্টপালট করে দেন গিল। তার ঝাঁজেই আরও একবার আইপিএল ট্রফি না জেতেই বিদায় নিতে হয় কোহলিকে। 

এবার আইপিএলে দারুণ ছন্দে আছেন গিল। দুই সেঞ্চুরি ছাড়াও ৯৬ রানের আরেক ইনিংস আছে। ফিফটি, ফিফটির আশে পাশে আছে আরও ইনিংস। ১৪ ইনিংসে ৬৮০ রান করে কোহলিকে পেছনে ঠেলে রান সংগ্রহেও দুইয়ে তিনি।

ম্যাচ শেষে গিল জানালেন লক্ষ্য বড় হলেও ভেতরের বিশ্বাস আর তাগিদ থেকেই ছুটে গেছেন তিনি,  'টি-টোয়েন্টিতে আপনাকে শট খেলে যেতে হবে। আপনাকে অভিপ্রায় দেখাতে হবে নিজেকে প্রয়োগ করতে হবে। বিশ্বাসটা রাখতে হবে।'

আইপিএলে নিজের ছন্দ নিয়েও বেশ স্বস্তিতে এই তরুণ তারকা, 'আমি ভালো ছন্দে আছি। মূল ব্যাপারটা হচ্ছে শুরু করা আর সেটা টেনে নেওয়া। আইপিএলের প্রথম দিকে আমি শুরুটা করেও টেনে নিতে পারছিলাম না। ৪০ বা ৫০ রানের পর আউট হয়ে যাচ্ছিলাম। ভাগ্য ভালো শেষ দিকে গিয়ে সেটা হচ্ছে।'

বর্তমান চ্যাম্পিয়ন গুজরাটের সামনে এবার টানা দ্বিতীয় ফাইনাল খেলার হাতছানি। মঙ্গলবার চেন্নাইতে স্বাগতিক চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় গিলরা, 'এটা রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। চেন্নাইতে চেন্নাইর বিপক্ষে খেলা। আমাদের দারুণ বোলিং আক্রমণ আছে। আশা করছি আমরা দ্বিতীয়বারের মতন ফাইনাল খেলব।'

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

1h ago